More
    Homeঅনান্যNabadwip নবদ্বীপে সাতসকালেই ঘরের ভেতর থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার।

    Nabadwip নবদ্বীপে সাতসকালেই ঘরের ভেতর থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার।

    Today Kolkata:- নবদ্বীপে (Nabadwip) সাতসকালেই ঘরের ভেতর থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনার জেড়ে তীব্র চাঞ্চল্যের ছড়ায় এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, মৃত ওই বৃদ্ধের নাম সুনিল পাল। বয়স ৮২। মৃতের ছেলে জানায়, আমাদের সংসারে কোনো অশান্তি নেই। গতকাল রাতে খাওয়া-দাওয়া করেই বাবা নিজের ঘরেই শুয়ে ছিলেন। আজ সকাল হতেই বাবার ঘরে যেতেই দেখি পাখায় গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় ঝুলছে। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন খবর দেয় প্রতিবেশীদের। পাশাপাশি খবর দেওয়া হয় নবদ্বীপ থানার পুলিশকে। খবর পেয়েই ঘটনাস্থলে নবদ্বীপ থানার পুলিশ এসে মৃতদেহটিকে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় নামিয়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃতদেহটিকে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায় কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে। তবে এই ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

    Nabadwip নবদ্বীপে সাতসকালেই ঘরের ভেতর থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার।

    MORE NEWS – মায়াপুরে ঘুরতে এসে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে সতেরো বছর বয়সী এক কিশোরী নিখোঁজ।

    মায়াপুরে ঘুরতে এসে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে সতেরো বছর বয়সী এক কিশোরী সহ নিখোঁজ দুইজনার মধ্যে একজনের নিথর দেহ আজ উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। প্রসঙ্গত, পাঞ্জাবের জলন্ধর জেলা থেকে একটি পরিবারের কয়েকজন সদস্য মেদিনীপুর হয়ে মায়াপুরে ঘুরতে আসে। এরপর মঙ্গলবার বিকেলে ইসকন মন্দিরের পুরনো ল্যান্ড অফিস সংলগ্ন ভাগীরথী নদীর ঘাটে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে যায় সাতান্ন বছর বয়সী ললিত মোহন চাঁরদা (Lalit Mohan charda) সহ সতের বছর বয়সী সাইয়ম চাঁদরা (Saiyam Charda), খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মায়াপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ও স্থানীয় বিডিও অফিসের আধিকারিকেরা। CONTINUE READING

    MORE NEWS – গ্ৰীষ্মকালীন রক্তসংকট মেটাতে আজ সবং থানার পক্ষ থেকে একটি রক্তদান কর্মসূচি পালন করা হয়।

    গ্ৰীষ্মকালীন রক্তসংকট মেটাতে আজ সবং থানার (Sabang Thana) পক্ষ থেকে একটি রক্তদান কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে সবং থানার পুলিশ কর্মকর্তা সহ সিভিক পুলিশ এবং মহিলা পুলিশরাও রক্তদান করেন। এই রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন খড়্গপুর মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন ডেবরা পুলিশ মহকুমা আধিকারিক গোবিন্দ শিকদার, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments