More
    Homeঅনান্যChandrakonaroad বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে চন্দ্রকোনারোডে সচেতনতা প্রচার।

    Chandrakonaroad বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে চন্দ্রকোনারোডে সচেতনতা প্রচার।

    Today Kolkata:- বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে চন্দ্রকোনারোডে (Chandrakonaroad) সচেতনতা প্রচার ব্লক যুব তৃনমূলের। গরবেতা 3নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে, বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে চন্দ্রকোনা রোড রাজপথের টিম অভিষেক। সাধারণ মানুষকে সচেতনতা করতেই লক্ষ্যে এই কর্মসূচি বলে জানান উদ্যোক্তারা। দিনদিন যুব সমাজ থেকে শুরু করে সমাজের বিভিন্ন অংশের মানুষ যেভাবে বিভিন্ন নেতার সাথে আবদ্ধ হচ্ছে যাতে সাধারণ মানুষ সুস্থ সমাজে ফিরে আসে সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে হাতে লাগায়। ইত্যাদি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এই মিছিল। এদিন চন্দ্রকোনা রোডের ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে মিছিল শুরু করে শহরের প্রাণকেন্দ্র পরিক্রমণ করে বাসস্ট্যান্ডে মিছিলটি শেষ হয়। এইদিন মিছিলে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কথাটি অভিষেকের মেন্টর সাগর মন্ডল, সুশান্ত সিং, চিন্ময়ী সাহা সাইদুল্লাহ মন্ডল আবুল ফজল সাহা সহ অন্যান্য তিনি মূল কংগ্রেসের নেতৃত্ব গন।

    Chandrakonaroad বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে চন্দ্রকোনারোডে সচেতনতা প্রচার।

    Arjun singh সেনাবাহিনীতে চাকরির ক্ষেত্রে অগ্নিপথ যোজনার কড়া সমালোচনা করলেন অর্জুন সিং।

    Mitali Express মিতালি এক্সপ্রেস জলপাইগুড়ি টাউন স্টেশনে, আবারও দেখতে ভিড় আম জনতার।

    Shyamnagar জোর করে জমি দখলের প্রতিবাদে করে আক্রান্ত দম্পতি।

    MORE NEWS – আজ ন্যাশনাল অ্যান্টি ড্রাগ ডে।

    আজ ন্যাশনাল অ্যান্টি ড্রাগ ডে (International Anti Drug Day)। সেই উপলক্ষ্যে খড়্গপুর স্টেশনে জিআরপি র পক্ষ থেকে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হল আজ। পাশাপাশি পথনাটিকার মাধ্যমে মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয় এদিন এই কর্মসূচির মাধ্যমে।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খড়্গপুর জিআরপি পুলিশের আধিকারিক এবং কর্মীরা। অন্যদিকে খড়্গপুর টাউন থানার উদ্যোগে পালন করা হল বিশ্ব মাদক দিবস। CONTINUE READING

    MORE NEWS – ভোরে কেশপুর এর ঝংকার চেথালে টোটো দুর্ঘটনায় মৃত ২ আহত ৪।

    আবার টোটো দুর্ঘটনা (Road Accident) কেশপুরে। রবিবার ভোর ৪ টা নাগাদ কেশপুর ১০ নম্বর অঞ্চলের অন্তর্গত মাথানিয়ার কাছে একটি টোটোর সাথে ডাম্পারের ধাক্কা লাগে। ডাম্পার টিটোকে সাইট থেকে ধাক্কা দিয়ে দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনার ফলে টোটোতে থাকা যাত্রীরা রাস্তার পাশে অচৈতন্য অবস্থায় পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। ধৃত দুই ব্যক্তির নাম নেপাল ঘোষ ও তৈয়ব কালু। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments