More
    Homeঅনান্যRoad Accident ভোরে কেশপুর এর ঝংকার চেথালে টোটো দুর্ঘটনায় মৃত ২ আহত...

    Road Accident ভোরে কেশপুর এর ঝংকার চেথালে টোটো দুর্ঘটনায় মৃত ২ আহত ৪।

    পশ্চিম মেদিনীপুর:- আবার টোটো দুর্ঘটনা (Road Accident) কেশপুরে। রবিবার ভোর ৪ টা নাগাদ কেশপুর ১০ নম্বর অঞ্চলের অন্তর্গত মাথানিয়ার কাছে একটি টোটোর সাথে ডাম্পারের ধাক্কা লাগে। ডাম্পার টিটোকে সাইট থেকে ধাক্কা দিয়ে দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনার ফলে টোটোতে থাকা যাত্রীরা রাস্তার পাশে অচৈতন্য অবস্থায় পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। ধৃত দুই ব্যক্তির নাম নেপাল ঘোষ ও তৈয়ব কালু।খবর পেয়ে কেশপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য কেশপুর হাসপাতালে নিয়ে এসেছিলেন। প্রাথমিক চিকিৎসার পর উনাদেরকে মেদিনীপুর হাসপাতালে রেফার করা হয়েছে। মৃত ২ ব্যক্তিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

    Road Accident ভোরে কেশপুর এর ঝংকার চেথালে টোটো দুর্ঘটনায় মৃত ২ আহত ৪।

    Body builder দিল্লিতে আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় সোনা জিতে সাফল্য সন্দীপ রাজবংশীর।

    TMC Shahid diwas 2022 আগামী 21 শে জুলাই তৃণমূল কংগ্রেস এর শহীদ দিবস পালন।

    নামিদামি কোম্পানির লেভেলে নিজেদের প্রডাক্ট রেখে দিয়ে বিক্রি করতেন মধ্যমগ্রাম আব্দালপুর এর নাশিদ মহম্মদ।

    Digha দীঘায় বেড়াতে এসে পর্যটক এর আত্মহত্যা।

    MORE NEWS – ২১ জুলাই এর শহীদ সভাকে সফল করতে তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক কমিটির তৈরী ব্যানার ও ফেস্টুন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

    মেদিনীপুরের বিদ্যাসাগর হলে এদিনের সভায় ২১ জুলাই এর শহীদ সভাকে (Sahid dibas) সফল করতে তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক কমিটির তৈরী ব্যানার ও ফেস্টুন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। এখানে মানস বাবু জানান, ২১ জুলাই কর্মসূচি নয়। আন্দোলন, আবেগ, রক্তস্রোতের বিরুদ্ধে মানুষের প্রতিবাদ। যার নেতৃত্ব দিয়েছেন মমতা ব্যানার্জি। সচিত্র পরিচয় পত্র ছাড়া ভোট নয় এই গন আন্দোলন পরে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। CONTINUE READING

    MORE NEWS – কাষ্ঠ ব্যবসায়ীদের বিভিন্ন দাবিতে ডেপুটেশন দিল জোড়াগেড়িয়া ফাঁড়িতে।

    এলাকার কাষ্ঠ ব্যবসায়ীদের বিভিন্ন দাবিতে আজ দাঁতন টু ব্লকের (Danton 2 Block) সমষ্টি উন্নয়ন আধিকারিক ও বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়িতে ডেপুটেশন দিল সাউরি ও খাকুড়দা জোনের কাষ্ঠ ব্যবসায়ী ও তার সঙ্গে যুক্ত কর্মীরা। এদিনের এই ডেপুটেশন উপলক্ষ্যে দাঁতন দু নম্বর ব্লকের ধনেশ্বরপুর থেকে ব্লক অফিস ও জোড়াগেড়িয়া ফাঁড়ি পর্যন্ত প্রথমে একটি মিছিল সংগঠিত করে তারা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments