More
    Homeঅনান্যBody builder দিল্লিতে আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় সোনা জিতে সাফল্য সন্দীপ রাজবংশীর।

    Body builder দিল্লিতে আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় সোনা জিতে সাফল্য সন্দীপ রাজবংশীর।

    মালদাঃ- দিল্লিতে আন্তর্জাতিক বডিবিল্ডিং (Body builder) প্রতিযোগিতায় সোনা জিতে সাফল্য পুরাতন মালদার সন্দীপ রাজবংশীর।গত ১৭ থেকে ১৯ জুন দিল্লিতে শেরু ক্লাসিক আন্তর্জাতিক বিল্ডিং প্রতিযোগিতা আসর বসেছিল। সেখানে ৮০ কেজি বিভাগে সবাইকে পিছনে ফেলে সোনা জিতে নেয় মালদার সন্দীপ রাজবংশী। সেই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে প্রায় ৫০০ জন প্রতিযোগী অংশগহণ করেছিলেন। তারমধ্যে সন্দীপ রাজবংশীর এমন ফলাফলে গর্বিত মালদার বিভিন্ন মহল। গত মঙ্গলবার দিল্লি থেকে মালদায় ফিরেছেন সফল প্রতিযোগী সন্দীপ রাজবংশী। তিনি বলেন, আন্তর্জাতিক শেরু ক্লাসিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় সকলকে পিছনে ফেলে আমি সোনা জয় করেছি। বাংলার নাম উজ্জ্বল করেছি। এই প্রতিযোগিতায় কোরিয়া, ইরান, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে প্রতিযোগিরা এসেছিলেন। আমার দীর্ঘদিনের লক্ষ্য ছিল আন্তর্জাতিক স্তরে অলিম্পিয়ান প্রতিযোগিতায় অংশ নেওয়ার। দিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক স্তরে এই প্রতিযোগিতায় সফল হওয়ার পর এখন ছাড়পত্র পেয়েছি।

    উল্লেখ্য, পুরাতন মালদা ব্লকের মহিশবাথানি গ্রাম পঞ্চায়েতের আদিনা স্টেশন সংলগ্ন এলাকায় বাড়ি সন্দীপ রাজবংশীর। কলেজের পাঠ শেষ করে এখন শুধুমাত্র শরীরচর্চায় নিজেকে যুক্ত করে রেখেছেন তিনি। এছাড়াও বিভিন্ন স্তরের ছেলে- মেয়েদের শরীর চর্চার প্রশিক্ষণ দিয়ে থাকেন সন্দীপবাবু। তিনি বলেন, শরীরকে ঠিক রাখতে দিনে আমি এক কিলো মুরগীর মাংস, ২০ পিস ডিম, ১ লিটার দুধ, তার সঙ্গে ৫০০ গ্রাম মাছ খাই। এতে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল-এর সংমিশ্রণ রয়েছে। এখন আমার একটাই লক্ষ্য দেশের নাম উজ্জ্বল করতে অলিম্পিয়ান প্রতিযোগিতায় অংশ নেওয়া এবং সেখানে সাফল্য অর্জন করে দেশের নাম আন্তর্জাতিক স্তরে তুলে ধরা। এজন্য এখন রাতদিন এক করে চলছে তার শরীর চর্চার কর্মযজ্ঞ। সন্দীপের এই সাফল্যে মালদার বিভিন্ন স্তরের মানুষেরাও সাধুবাদ জানিয়েছেন।

    Body builder দিল্লিতে আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় সোনা জিতে সাফল্য সন্দীপ রাজবংশীর।

    MORE NEWS – নামিদামি কোম্পানির লেভেলে নিজেদের প্রডাক্ট রেখে দিয়ে বিক্রি করতেন মধ্যমগ্রাম আব্দালপুর এর নাশিদ মহম্মদ।

    নামি দামি কোম্পানির লেবেল লাগিয়ে তার মধ্যে নকল জিনিস ভরে খোলাবাজারে বিক্রি করছিল মধ্যমগ্রাম আব্দালপুর এর নাশিদ মহম্মদ। স্থানীয় সূত্রে জানা যায় বছরের পর বছর ধরে এই ভাবে তারা বিভিন্ন নামিদামি কোম্পানির লেভেলের মধ্যে নিজেদের প্রডাক্ট রেখে দিয়ে বিক্রি করতেন। আজ বারাসাত DEB হাতেনাতে রেড করে প্রায় 50 লক্ষ টাকার বেশি সামগ্রী উদ্ধার করেছে। এই ঘটনায় একজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পেরেছে DEB। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments