More
    Homeঅনান্যনামিদামি কোম্পানির লেভেলে নিজেদের প্রডাক্ট রেখে দিয়ে বিক্রি করতেন মধ্যমগ্রাম আব্দালপুর এর...

    নামিদামি কোম্পানির লেভেলে নিজেদের প্রডাক্ট রেখে দিয়ে বিক্রি করতেন মধ্যমগ্রাম আব্দালপুর এর নাশিদ মহম্মদ।

    Today Kolkata:- নামি দামি কোম্পানির লেবেল লাগিয়ে তার মধ্যে নকল জিনিস ভরে খোলাবাজারে বিক্রি করছিল মধ্যমগ্রাম আব্দালপুর এর নাশিদ মহম্মদ। স্থানীয় সূত্রে জানা যায় বছরের পর বছর ধরে এই ভাবে তারা বিভিন্ন নামিদামি কোম্পানির লেভেলের মধ্যে নিজেদের প্রডাক্ট রেখে দিয়ে বিক্রি করতেন। আজ বারাসাত DEB হাতেনাতে রেড করে প্রায় 50 লক্ষ টাকার বেশি সামগ্রী উদ্ধার করেছে। এই ঘটনায় একজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পেরেছে DEB। উত্তর 24 পরগনা জেলার মধ্যমগ্রাম এর আব্দালপুর থেকে বিভিন্ন রাজ্যে চলে যেত এই প্রোডাক্ট। সেখানে গিয়ে বিক্রি হতো এমনটাই জানা যাচ্ছে প্রাথমিকভাবে।

    নামিদামি কোম্পানির লেভেলে নিজেদের প্রডাক্ট রেখে দিয়ে বিক্রি করতেন মধ্যমগ্রাম আব্দালপুর এর নাশিদ মহম্মদ।

    Purba Medinipur bajarang বজরং দলের পদযাত্রা ও জেলা শাসকের অফিসে ডেপুটেশন।

    MORE NEWS – আন্তর্জাতিক যোগদিবসে সাধারণ মানুষের জন্য অনুষ্ঠিত হয় “আলোদিক”।

    ‘অসতো মা সদগময়, তমসো মা জ্যোতিগময় ‘ এই সার কথাকে সাঙ্গ করে আজ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে কোতোয়ালী থানার সহযোগিতায় আন্তর্জাতিক যোগদিবসের প্রেক্ষাপটে আজকে সাধারণ মানুষের জন্য অনুষ্ঠিত হয় “আলোদিক”(Aalodik)। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে গত তিন বছরে প্রায় ৬০০ মানুষ আত্মহত্যা করেছেন বিভিন্ন কারণে। জেলা পুলিশের এক পর্যবেক্ষণে এই তথ্য উঠে আসার পর রীতিমতো চমকে গিয়েছেন আধিকারিকরা। তাই জেলার মানুষের অবসাদ চিহ্নিত করে আত্মহত্যা আটকাতে মাঠে নামলো পুলিশ। পুলিশের দাবি-” গত দু’বছরে এই মহামারী পর্বে এই সমস্যাটা আরও বেড়েছে। তাই মানসিক চিকিৎসকদের একটি বড় অংশকে সঙ্গে নিয়ে মাঠে নামল জেলা পুলিশ। CONTINUE READING

    MORE NEWS – মালদা জেলা কৃষি দফতরের সহযোগিতায় পাট চাষীদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির ও আলোচনা সভা।

    হবিবপুর ব্লক মূলত কৃষিকাজ উপর নির্ভরশীল তাই, সেচ্ছাসেবী সংগঠন হবিবপুর ফারমার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড কোম্পানি উদ্যোগে মালদা জেলা কৃষি দফতরের সহযোগিতায় পাট চাষীদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মালদহের হবিবপুর অন্তর্গত মঙ্গলবার কৃষ্ণনগর সমবায় সমিতির কমিউনিটি হলে ও বুধবার কলাইবাড়ি এলাকায়। উল্লেখ আর কিছুদিন বাদে জমিথেকে পাট কেটে কিভাবে কৃষকেরা লাভের পরিমান বেশি পাবে তা নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ শিবির করা হয়। ভালোমতো পাটকে পচন করতে হবে, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments