More
    Homeঅনান্যAalodik আন্তর্জাতিক যোগদিবসে সাধারণ মানুষের জন্য অনুষ্ঠিত হয় “আলোদিক”।

    Aalodik আন্তর্জাতিক যোগদিবসে সাধারণ মানুষের জন্য অনুষ্ঠিত হয় “আলোদিক”।

    মেদিনীপুর:- ‘অসতো মা সদগময়, তমসো মা জ্যোতিগময় ‘ এই সার কথাকে সাঙ্গ করে আজ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে কোতোয়ালী থানার সহযোগিতায় আন্তর্জাতিক যোগদিবসের প্রেক্ষাপটে আজকে সাধারণ মানুষের জন্য অনুষ্ঠিত হয় “আলোদিক”(Aalodik)। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে গত তিন বছরে প্রায় ৬০০ মানুষ আত্মহত্যা করেছেন বিভিন্ন কারণে। জেলা পুলিশের এক পর্যবেক্ষণে এই তথ্য উঠে আসার পর রীতিমতো চমকে গিয়েছেন আধিকারিকরা। তাই জেলার মানুষের অবসাদ চিহ্নিত করে আত্মহত্যা আটকাতে মাঠে নামলো পুলিশ। পুলিশের দাবি-” গত দু’বছরে এই মহামারী পর্বে এই সমস্যাটা আরও বেড়েছে। তাই মানসিক চিকিৎসকদের একটি বড় অংশকে সঙ্গে নিয়ে মাঠে নামল জেলা পুলিশ। উদ্যোগের নাম দেওয়া হলো “আলোদিক”। মঙ্গলবার মেদিনীপুর শহরের জেলা পরিষদ হলে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগ শুরু হলো পুলিশের পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা। শাসক আয়েশা রাণী, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, অতিরিক্ত জেলা শাসক কেম্পা হুনাইয়া, অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মামনি মান্ডি, প্রতিভা মাইতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগন।

    Aalodik আন্তর্জাতিক যোগদিবসে সাধারণ মানুষের জন্য অনুষ্ঠিত হয় “আলোদিক”।

    মাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় মালদার মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জানালো জেলা পুলিশ।

    Raddur Roy ইউটিউবার রোদ্দুর রায়কে কলকাতা গোয়েন্দা পুলিশের গুন্ডাদমন শাখা গ্রেফতার করেছে।

    মদ্যপ অবস্থায় থানার সামনেই গায়ে কেরোসিন তেল ঢেলে আত্নহত্যার চেষ্টা করলেন এক ডাব বিক্রেতা।

    Panihati পানিহাটি পৌরসভা আট নম্বর ওয়ার্ডের উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মীনাক্ষী দত্ত আজ মনোনয়নপত্র জমা দিলেন।

    MORE NEWS – কামারহাটি বেলঘড়িয়া রথতলায় জগন্নাথ মন্দির কমিটি বৃহৎ রথ তৈরি করে সমস্যার মুখোমুখি।

    পহেলা জুলাই রথযাত্রা, আর এই রথযাত্রা উপলক্ষে বেলঘরিয়া রথতলা জগন্নাথ মন্দির কমিটির উদ্যোগে পশ্চিমবঙ্গের বৃহৎ 30 ফুটের জগন্নাথ দেবের রথ 28 ফুটের বলরাম দেবের রথ ও 27 ফুটের সুভদ্রা দেবী রথ তৈরি করে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। প্রভু জগন্নাথ দেবের মন্দির কমিটির প্রধান উদ্যোক্তা সোমনাথ রায় চৌধুরীর অভিযোগ রথযাত্রা নিয়ে যাওয়া হবে জগন্নাথ দেবের মাসির বাড়ি, এবং এই মাসির বাড়ি তৈরি করা হয়েছে বেলঘড়িয়া বিটি রোড সংলগ্ন ক্ষুদিরাম শিশু উদ্যান মাঠে। তবে রাস্তা থেকে মাঠের উচ্চতা দু ফুট হওয়ায় রথ মাঠে ঢোকানো সম্ভবপর নয়, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments