More
    Homeঅনান্যমালদা জেলা কৃষি দফতরের সহযোগিতায় পাট চাষীদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির ও...

    মালদা জেলা কৃষি দফতরের সহযোগিতায় পাট চাষীদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির ও আলোচনা সভা।

    মালদাঃ- হবিবপুর ব্লক মূলত কৃষিকাজ উপর নির্ভরশীল তাই, সেচ্ছাসেবী সংগঠন হবিবপুর ফারমার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড কোম্পানি উদ্যোগে মালদা জেলা কৃষি দফতরের সহযোগিতায় পাট চাষীদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মালদহের হবিবপুর অন্তর্গত মঙ্গলবার কৃষ্ণনগর সমবায় সমিতির কমিউনিটি হলে ও বুধবার কলাইবাড়ি এলাকায়। উল্লেখ আর কিছুদিন বাদে জমিথেকে পাট কেটে কিভাবে কৃষকেরা লাভের পরিমান বেশি পাবে তা নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ শিবির করা হয়। ভালোমতো পাটকে পচন করতে হবে, কিভাবে অল্প সময়ের মধ্যে ঐ পাট থেকে পোচিয়ে অবশিষ্ট পাটের আঁশ বের করতে হবে, যাতে পাট রং উজ্জ্বলতা বৃদ্ধি পায় যাতে করে কৃষকরা বাজারে ভালো দাম পান সেই সব বিষয়ে প্রশিক্ষণ ও আলোচনা করা হয়।

    এদিনের এই আলোচনা সভায় ঐ এলাকার প্রায় ১০০ জন পাট চাষীদের নিয়ে বিভিন্ন রকম আলোচনা যেমন কিভাবে পাট কেটে তাকে কিভাবে পচাতে হবে কিভাবে পাটের উন্নত মান ভাবে পাট বের করতে হবে সেসব বিষয় নিয়ে এই আলোচনা সভা করা হয়। এবং পুকুরে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন -শ্রী সৌমেন্দ্রনাথ দাস ডি ডি এগ্রিকালচার ডিপার্টমেন্ট, দেবাশীষ বসু আর এন জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া মালদা। অজয় রানা এ ডি এ হবিবপুর,
    নিলিকেশ মৃধা, সহ অন্যান্য আধিকারিকরা, ও ঐ এলাকার বিভিন্ন চাষিরা।

    মালদা জেলা কৃষি দফতরের সহযোগিতায় পাট চাষীদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির ও আলোচনা সভা।

    Aalodik আন্তর্জাতিক যোগদিবসে সাধারণ মানুষের জন্য অনুষ্ঠিত হয় “আলোদিক”।

    Krishi Lone কৃষি ঋণ মুকুবের দাবি নিয়ে কেশপুরের রাস্তা অবরোধ করে বিক্ষোভ কৃষক ঐক্য মঞ্চের।

    MORE NEWS – ঘুমন্ত শাশুড়িকে বিছানায় ফেলে বাড়ি থেকে নিখোঁজ গৃহবধূ।

    ঘুমন্ত শাশুড়িকে বিছানায় ফেলে বাড়ি থেকে নিখোঁজ গৃহবধূ। গত ২৪ ঘন্টা নিখোঁজ গৃহবধূর সন্ধান না পাওয়ায় অবশেষে থানার দ্বারস্থ শশুড়বাড়ির পরিবার। ঘটনাটি শান্তিপুর থানা (Shantipur Thana) এলাকার নৃসিংহপুর নতুন গ্রাম এলাকার। জানা যায় নিখোঁজ গৃহবধূর নাম শিল্পী মল্লিক বয়স আনুমানিক ১৯ বছর। ওই গৃহবধূর শাশুড়ির দাবি, গতকাল বিকেলে তিনি আর তার বৌমা বিছানায় শুয়ে ছিলেন, ঘুম থেকে উঠে দেখেন বিছানাতে আর বৌমা নেই। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments