More
    Homeঅনান্যShantipur Thana ঘুমন্ত শাশুড়িকে বিছানায় ফেলে বাড়ি থেকে নিখোঁজ গৃহবধূ।

    Shantipur Thana ঘুমন্ত শাশুড়িকে বিছানায় ফেলে বাড়ি থেকে নিখোঁজ গৃহবধূ।

    Today Kolkata:- ঘুমন্ত শাশুড়িকে বিছানায় ফেলে বাড়ি থেকে নিখোঁজ গৃহবধূ। গত ২৪ ঘন্টা নিখোঁজ গৃহবধূর সন্ধান না পাওয়ায় অবশেষে থানার দ্বারস্থ শশুড়বাড়ির পরিবার। ঘটনাটি শান্তিপুর থানা (Shantipur Thana) এলাকার নৃসিংহপুর নতুন গ্রাম এলাকার। জানা যায় নিখোঁজ গৃহবধূর নাম শিল্পী মল্লিক বয়স আনুমানিক ১৯ বছর। ওই গৃহবধূর শাশুড়ির দাবি, গতকাল বিকেলে তিনি আর তার বৌমা বিছানায় শুয়ে ছিলেন, ঘুম থেকে উঠে দেখেন বিছানাতে আর বৌমা নেই। তারপরে এই ঘটনা জানান ছেলেকে, তার ছেলে বাড়িতে এসে দেখে বেশ কিছু নগদ অর্থ এবং সোনার গহনা বাড়িতে নেই, সবকিছু নিয়ে গেছে ওই গৃহবধূ। তারপর থেকেই ওই গৃহবধূর সন্ধানে খোঁজখবর চালায় ওই গৃহবধূর স্বামী ও শাশুড়ি।

    যদিও গত ২৪ ঘণ্টায় ওই গৃহবধূর সন্ধান না পাওয়ায় অবশেষে মঙ্গলবার শান্তিপুর থানার দ্বারস্থ হয় ওই গৃহবধূর শাশুড়ি, এছাড়াও একটি নিখোঁজ ডায়েরি করে। গৃহবধূর শ্বশুরবাড়ির অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। তবে ঘুমন্ত অবস্থায় শ্বাশুড়িকে বিছানায় ফেলে গৃহবধূর নিখোঁজের ঘটনায় এলাকায় রীতিমতো কানাঘুষো সৃষ্টি হয়। যাতে করে মানসিকভাবে ভেঙে পড়ে ওই গৃহবধূর শশুড়বাড়ির পরিবার।

    Shantipur Thana ঘুমন্ত শাশুড়িকে বিছানায় ফেলে বাড়ি থেকে নিখোঁজ গৃহবধূ।

    স্ত্রীকে সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করতে তাঁকে মারধর দিয়ে বাড়ি থেকে তাড়ানোর অভিযোগ।

    Avishek Banerjee দলের বিভীষণদের চিহ্নিত করেছি, হলদিয়ার সমাবেশ থেকে কড়া বার্তা অভিষেকের।

    SSC নিয়ে রাজ্য সরকারের দুর্নীতি রাজ্যের পাশাপাশি সারা দেশের মানুষের সামনে আজ এসেছে।

    সাইকেল চালিয়ে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে তাকে ধন্যবাদ জানানোর ইচ্ছে প্রকাশ ক্ষুদে শিশুর।

    Nabagram Abdul Hasen Seva Samity পক্ষ থেকে ১০০ জন মানুষদেরকে সম্বর্ধনা দেওয়া হল।

    MORE NEWS – আইসিডিএস-এ চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ।

    ICDS আইসিডিএস-এ চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার যে অভিযোগ তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক রহিম বক্সীর বিরুদ্ধে উঠেছিল, তা কার্যত ভিত্তিহীন বলে প্রকাশ্যে এলো। অভিযোগকারী গাজোলের এক মহিলা ফরিদা খাতুন যিনি জেলাশাসকের কাছে এই অভিযোগ করেছিলেন। অবশেষে ৭২ ঘণ্টার মধ্যে জেলা সভাপতির বিরুদ্ধে সেই অভিযোগ প্রত্যাহার করলেন ওই মহিলা। মালদা জেলা প্রশাসনিক ভবনে এসে অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরীর সঙ্গে দেখা করে নিজের ভুল স্বীকার করেছেন অভিযোগকারী মহিলা ফরিদা খাতুন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments