More
    Homeঅনান্যNabagram Abdul Hasen Seva Samity পক্ষ থেকে ১০০ জন মানুষদেরকে সম্বর্ধনা দেওয়া...

    Nabagram Abdul Hasen Seva Samity পক্ষ থেকে ১০০ জন মানুষদেরকে সম্বর্ধনা দেওয়া হল।

    Today Kolkata:- মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লক এর অন্তর্গত নবগ্রাম ব্লক সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হল রক্তদাতাদের সংবর্ধনা সভা (Nabagram Abdul Hasen Seva Samity) । বিভিন্ন অসুস্থ মানুষদের কে প্রায় ১০০ জন মানুষ রক্ত দিয়েছেন তাদের কে সংবর্ধনা জানানোর জন্য এই সভার আয়োজন করা হয়।  এই (Nabagram Abdul Hasen Seva Samity) সভায় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোঃ এনায়েত উল্লাহ, পঞ্চায়েত সমিতির শিক্ষ কর্মদক্ষ মুজিবুর রহমান, ব্লক সভাপতি এরশাদ আলী সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ।

    Nabagram Abdul Hasen Seva Samity পক্ষ থেকে ১০০ জন মানুষদেরকে সম্বর্ধনা দেওয়া হল।

    MORE NEWS – গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে।

    নদীয়া:- স্থানীয় সূত্রে জানা যায় ওই গৃহবধূর এক বছর আগে ধানতলা থানার অন্তর্গত হিজুলিতে দেখাশোনা করে বিবাহ হয়।বিয়ের পর থেকেই অশান্তি লেগে থাকত সংসারে। অশান্তির কারণে ওই গৃহবধূ তার বাবার বাড়িতে থাকতেন। গৃহবধূর পরিবারের অভিযোগ গতকাল রাতে তাদের বাড়িতে একদল দুষ্কৃতী এসে বাড়ির ছাদ দিয়ে গৃহবধূর ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে এবং তার গায়ে ফিনাল ছিটিয়ে চম্পক দেয় তারা।  চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে ওই গৃহবধূকে উদ্ধার করে ফুলিয়া ব্লক প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে তাকে স্থানান্তরিত করা হয় রানাঘাট মহাকুমা হাসপাতাল, গৃহবধূ আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে রানাঘাট মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন। গৃহবধূর নাম রিম্পি শিকদার (রায়) বয়স, CONTINUE READING

    MORE NEWS – Cyber Crime সাইবার অপরাধ ঠেকাতে মেদিনীপুর কলেজে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

     Today Kolkata:- সাইবার অপরাধ (Cyber Crime) ঠেকাতে শুক্রবার মেদিনীপুর কলেজ প্রাক্তনির উদ্যোগে একটি সেমিনারে প্রতারক চক্রের কবলে পড়লে কিভাবে বেরিয়ে আসতে হবে তা ছাত্র ছাত্রী ও অধ্যাপকদের জানানো হয়। কি কি ভাবে মানুষ সাইবার প্রতারনার( Cyber Crime) শিকার হন তা নিয়ে একটি তথ্য চিত্র দেখানো হয়। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডঃ গোপাল চন্দ্র বেরা , কলেজ প্রাক্তনীর সম্পাদক কুণাল ব্যানার্জি , অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ , ডিএসপি সব্যসাচী সেনগুপ্ত সহ আধিকারিকবৃন্দ। জেলা পুলিশ সুপার জানান, এই ধরণের সেমিনার ব্লক স্তরে অনুষ্ঠিত হবে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments