More
    Homeঅনান্যCyber Crime সাইবার অপরাধ ঠেকাতে মেদিনীপুর কলেজে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

    Cyber Crime সাইবার অপরাধ ঠেকাতে মেদিনীপুর কলেজে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

     Today Kolkata:- সাইবার অপরাধ (Cyber Crime) ঠেকাতে শুক্রবার মেদিনীপুর কলেজ প্রাক্তনির উদ্যোগে একটি সেমিনারে প্রতারক চক্রের কবলে পড়লে কিভাবে বেরিয়ে আসতে হবে তা ছাত্র ছাত্রী ও অধ্যাপকদের জানানো হয়। কি কি ভাবে মানুষ সাইবার প্রতারনার( Cyber Crime) শিকার হন তা নিয়ে একটি তথ্য চিত্র দেখানো হয়। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডঃ গোপাল চন্দ্র বেরা , কলেজ প্রাক্তনীর সম্পাদক কুণাল ব্যানার্জি , অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ , ডিএসপি সব্যসাচী সেনগুপ্ত সহ আধিকারিকবৃন্দ। জেলা পুলিশ সুপার জানান, এই ধরণের সেমিনার ব্লক স্তরে অনুষ্ঠিত হবে। সাইবার প্রতারনা নিয়ে অডিও ভিডিও র মাধ্যমে সাধারণ দর্শকদের সামনে সুন্দর করে উপস্থাপনা করেন প্রবেশনারি আই পি এস কে জি মিনা।

    Cyber Crime সাইবার অপরাধ ঠেকাতে মেদিনীপুর কলেজে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

    MORE NEWS – সাপে কাটার প্রতিষেধক বিভিন্ন গ্রামীণ হাসপাতাল থেকে মেডিকেল কলেজে মজুত রয়েছে।

    মালদা, ১২ মে:-  সাপে কাটার প্রতিষেধক বিভিন্ন গ্রামীণ হাসপাতাল থেকে মেডিকেল কলেজে মজুত রয়েছে এবং সঠিক সময়ে চিকিৎসা কেন্দ্রে গেলে সাপে কাটার প্রতিষেধক যে পাওয়া যায়, তা আরো একবার প্রমান করলো মালদা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। হবিবপুর ব্লকের দাল্লা গ্রামের পপি বিশ্বাস (৩২) নামক এক গৃহবধূকে বিষধর সাপে কামড়ে ছিল গত মঙ্গলবার। এরপর দেরি না করে রাতেই ওই গৃহবধূর মেডিকেল কলেজে ভর্তি হন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুষ্ঠু চিকিৎসার পরিসেবায় সাপে কাটা ওই গৃহবধূ বৃহস্পতিবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এব্যাপারে ওই গৃহবধূ মেডিকেল কলেজের চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। মালদার সর্পপ্রেমী নিতাই হালদার জানিয়েছেন, বিষধর সাপ কামড়ালে, CONTINUE READING

    বাংলাদেশের টাকা তছরুপের অভিযোগে এ রাজ্যের 7 থেকে 8 জায়গায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তল্লাশি।

    বড়ঞায় সাপের ছোবলে মৃত্যু হল এক শিশুর, বৃহস্পতিবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠালো পুলিশ।

    হুগলীর ভদ্রেশ্বর গৌরহাটি ইএসআই হসপিটালে সিটি স্ক্যান মেশিন, অক্সিজেন প্লান্ট ইউনিট, এইচ ডি ইউনিটের শুভ উদ্বোধন হল।

    বালুরঘাট শহরে স্কুলপড়ুয়া দের সাথে জেলাশাসক ও পুলিশ সুপার, সবুজ সাথী সাইকেল রেলি।

    জোড়াগেড়িয়া ফাঁড়ির উদ্যোগে সংযোগ ও সমাধান কর্মসূচি দাঁতনের রনডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।

    টাকা চুরি করে পালানোর সময় কাকা ধরে ফেলায়, লাঠিপেটা করে খুন করলো ভাইপো।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments