More
    Homeঅনান্যবাংলাদেশের টাকা তছরুপের অভিযোগে এ রাজ্যের 7 থেকে 8 জায়গায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের...

    বাংলাদেশের টাকা তছরুপের অভিযোগে এ রাজ্যের 7 থেকে 8 জায়গায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তল্লাশি।

    Today Kolkata:– বাংলাদেশের টাকা তছরুপের অভিযোগে এ রাজ্যের 7 থেকে 8 জায়গায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তল্লাশি। উত্তর 24 পরগনা জেলার অশোকনগরে তিনটি জায়গায় একসাথে ED তল্লাশি চালায় শুক্রবার। স্থানীয় সূত্রে জানা যায় অশোকনগরের মাছ ব্যবসায়ী সুকুমার মৃধা মূলত বাংলাদেশ থাকে। এই সুকুমার মৃধা বাংলাদেশ প্রায় 10 হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ। সেই অভিযোগ এই ভারত সরকারের এনফর্সমেন্ট ব্রাঞ্চ শহর থেকে জেলায় একসাথে হানা দেয়। মূলত যেটা জানা যায়, সুকুমার মৃধা মাছ ব্যবসায়ীরা আড়ালে হালার মাধ্যমে এদেশে টাকা নিয়ে বিভিন্ন জায়গায় জমি জায়গা কিনে। অশোকনগরে একাধিক বাড়ি ও দোকান রয়েছে এই সুকুমার মৃধার। এরসাথে যে নাম উঠে আসছে প্রশান্ত হালদার তার মারফত এদেশে টাকা নিয়ে আসে সুকুমার মৃধা। এদিন অশোকনগরে সুকুমার মৃধার সহ প্রণব হালদার ও স্বপন মিশ্রর বাড়িতে একযোগে হানা দেয় ইডির আধিকারিকরা।

    বাংলাদেশের টাকা তছরুপের অভিযোগে এ রাজ্যের 7 থেকে 8 জায়গায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তল্লাশি।

    MORE NEWS – টাকা চুরি করে পালানোর সময় কাকা ধরে ফেলায়, লাঠিপেটা করে খুন করলো ভাইপো।

    মালদাঃ- টাকা চুরি করে পালানোর সময় কাকা ধরে ফেলায় লাঠিপেটা করে খুন করলো ভাইপো, নেশাগ্রস্ত ভাইপো মাঝে মাঝেই বাবার ক্যাশবাক্স ভেঙে টাকা চুরি করত। আর এই চুরি হাতে নাতে ধরে ভাইপোর হাতে প্রাণ গেলো কাকার। ঘটনাটি ঘটেছে বুধবার রাত আটটা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর গ্রামে। মৃত ব্যক্তির নাম মহম্মদ তোজি(৫৫)। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। রাত থেকেই পলাতক অভিযুক্ত ভাইপো। অভিযোগ পেয়ে সমস্ত ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা জহুর আহমেদ পেশায় রেশন ডিলার। জহুরের দ্বিতীয় পক্ষের ছেলে সেকেল আলী বহুদিন থেকে নেশাগ্রস্ত। এলাকার বাসিন্দাদের অভিযোগ সেকেল ব্রাউন সুগার সহ বিভিন্ন নেশায় আসক্ত ছিল। CONTINUE READING

    মালদা মেডিকেল কলেজের নার্সদের উদ্যোগে বিশ্ব নার্সিং দিবস পালিত হলো।

    সাপে কাটার প্রতিষেধক বিভিন্ন গ্রামীণ হাসপাতাল থেকে মেডিকেল কলেজে মজুত রয়েছে।

    জাতীয় প্রেস ক্লাবে ‘মিট দ্য ওকাব’ অনুষ্ঠানে বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের প্রতিফলন।

    বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments