More
    Homeঅনান্যDigha দীঘায় বেড়াতে এসে পর্যটক এর আত্মহত্যা।

    Digha দীঘায় বেড়াতে এসে পর্যটক এর আত্মহত্যা।

    Today Kolkata:- দীঘায় (Digha) বেড়াতে এসে পর্যটক এর আত্মহত্যা। ঘটনা জানা যায় রাজেশ ঘোষ বয়স 22 বাড়ি উত্তর 24 পরগনার বাগনান এলাকায়। গত সোমবার স্ত্রী মাসির মেয়ে ও মেয়ে জামাই সঙ্গে দীঘায় বেড়াতে আসে রাজেশ। নিউ দীঘা অমরাবতী পার্ক এর সামনে একটি হোটেলে ওঠে সে। আজকে সকাল থেকে বাড়ির বাইরে স্ত্রী বাড়ির বাইরে বের হতে চাইলেও ঘুরতে যেতে রাজি হয়নি। রাজেশ দুপুরের নাগাদ স্ত্রী যখন বাথরুমের মধ্যে স্নান করছিলে এমন সময় ঘরের ভিতর থেকে বাথরুমে বাইরে বেরিয়ে আসার জন্য ডাকাডাকি করতে থাকে রাজেশ তখন তার কথায় কান না দিয়ে বাইরে থেকে থেকে বাথরুমের দরজা থেকে দরজা বন্ধ করে দেয় পরে রুমের ভিতর নিজে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের ঝুলে পড়ে।

    তখন সিলিং ফ্যান ভেঙ্গে খাটের উপর পড়ে যায় রাজেশ তড়িঘড়ি করে তাঁকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যে দিঘা মহানা কোস্টাল থানা পুলিশ ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতাল ব্যবস্থা করে রাজেশের পরিবারকে খবর পাঠিয়েছে দিঘা মহানা কোস্টাল থানার পুলিশ।

    Digha দীঘায় বেড়াতে এসে পর্যটক এর আত্মহত্যা।

    Mitali Express মিতালি এক্সপ্রেস জলপাইগুড়ি টাউন স্টেশনে, আবারও দেখতে ভিড় আম জনতার।

    উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় নাম উঠে এসেছে রহড়া রামকৃষ্ণ মিশনের অরিত্র মাইতি।

    MORE NEWS – গর্ভবতী মহিলাদের যোগ দিবসে বিশেষ প্রশিক্ষণ ও থ্যালাসেমিয়া স্ক্রীনিং ক্যাম্প।

    আজ একুশে জুন বিশ্ব যোগ দিবস। প্রতিবছরের মতো এবছরও গোটা বিশ্বের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তে পালিত হচ্ছে। একুশে জুন দিবসকে সামনে রেখে, হিলি হাসপাতালে, মূলত এলাকার গর্ভবতী মহিলাদের নিয়ে, বিভিন্ন যোগ, প্রাণায়াম এর মাধ্যমে দিনটিকে উদযাপিত করা হলো। তৎসহ কিভাবে গর্ভবতী মহিলারা উপকৃত হবেন। তারও প্রশিক্ষণের আয়োজন করল হিলি ব্লক স্বাস্থ্য দপ্তর (Hili Health Department)। CONTINUE READING

    MORE NEWS – বজ্রাঘাতে মৃত্যু হল ঘাটালের এক গৃহবধূর।

    বজ্রাঘাতে মৃত্যু হল ঘাটালের এক গৃহবধূর।পুলিশ সূত্রে জানা যায় ঘাটালের রঘুনাথচক (Ghatal Raghunathchak) এলাকায় বাড়ি কাকলী ডোগরার বজ্রাঘাতে মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার দুপুর ১ টা ৩০ নাগাদ থেকে প্রচন্ড বজ্রপাত ও তুমুল বৃষ্টি শুরু হয় ঘাটালে। বৃষ্টির সাথে তালমিলিয়ে পড়তে থাকে বজ্রপাত। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments