More
    Homeঅনান্যউচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় নাম উঠে এসেছে রহড়া রামকৃষ্ণ মিশনের অরিত্র মাইতি।

    উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় নাম উঠে এসেছে রহড়া রামকৃষ্ণ মিশনের অরিত্র মাইতি।

    Today Kolkata:- 2022 এর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে আজ মেধাতালিকায় নাম উঠে এসেছে রহড়া রামকৃষ্ণ মিশনের অরিত্র মাইতি। মাধ্যমিকের অরিত্র সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছিল আর এবার উচ্চমাধ্যমিকে 495 নম্বর পেয়ে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে সে। তার এই কৃতিত্বের সভাপতি খুশি রহড়া রামকৃষ্ণ মিশনের সকলেই। আগামী জীবনে ইঞ্জিনিয়ার হতে চায় অরিত্র তবে সেখানেও যদি সফল না হয় তাহলে ডাক্তার হতেও আপত্তি নেই অরিত্রর। রামকৃষ্ণ মিশনের মহারাজ জানালেন অরিত্র অলরাউন্ডার ও যে বিষয়ে পড়াশোনা করুক না কেন তাতে সফল হবে।

    উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় নাম উঠে এসেছে রহড়া রামকৃষ্ণ মিশনের অরিত্র মাইতি।

    BREAKING NEWS পেটুয়াঘাট মৎস‍্য বন্দরে ট্রলার ডুবি, মৃত ২, নিখোঁজ ৭।

    Jagoddal Mominpara সাতসকালেই বোমার শব্দে কেঁপে উঠল জগদ্দলের মোমিনপাড়া এলাকা।

    Habibpur Thana আইহো বাসস্ট্যান্ডে টোটো ও গাড়ি চালকদের সাথে যাত্রী তোলাকে কেন্দ্র করে বচসা।

    মাধ্যমিকের রাজ্যে প্রথম দশে থাকা জেলার মোট ষোলো জন কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো।

    Karsiong Bazar কার্শিয়াং বাজারে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নির্বাচনী কার্যালয় খোলা হয়েছে।

    MORE NEWS – ভারত-বাংলাদেশ আন্তঃদেশীয় বাস সার্ভিস শুক্রবার সকালে ফের চলাচল শুরু হয়েছে।

    ভারত-বাংলাদেশ (India-Bangladesh) আন্তঃদেশীয় বাস সার্ভিস শুক্রবার সকালে ফের চলাচল শুরু হয়েছে করোনা ভাইরাসের কারণে প্রায় ২ বছর  মধ্যকার ভারত-বাংলাদেশ আন্তঃদেশীয় বাস সার্ভিস চলাচল বন্ধ ছিল। তবে ভারত ও বাংলাদেশ সরকারের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া গেলে ডাউকি-তামাবিল চেকপোস্ট দিয়ে যথাসময়ে বাস চলাচল শুরু হবে। এই পথে দুই দেশের ভ্রমণকারীদেরও চাহিদা রয়েছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, ইতোমধ্যে বাংলাদেশ-ভারতের মধ্যে ট্রেন চলাচল শুরু হয়েছে। CONTINUE READING

    MORE NEWS – পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী বিদ্যায়তনে উচ্চমাধ্যমিকে মেধা তালিকায় ২১ জন।

    মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকেও (Higher Secondary 2022) জেলার জয়জয়কার। শুক্রবার সকালে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আর ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই জয়জয়কার পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার জলচক নটেশ্বরী বিদ্যায়তনের। জলচক হাইস্কুলের ছাত্র সায়নদীপ সামন্ত দ্বিতীয় স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর ৪৯৭। এছাড়া স্কুলের আরও একঝাঁক কৃতি উঠে এসেছে প্রথম দশের মেধা তালিকায়। স্বভাবতই খুশির জোয়ার নেমেছে জলচক নটেশ্বরী বিদ্যায়তনের ছাত্র থেকে শিক্ষকদের মধ্যে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments