More
    HomeখবরBhatpara আবারো প্রকাশ্যে এলো ভাটপাড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।

    Bhatpara আবারো প্রকাশ্যে এলো ভাটপাড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।

    Today Kolkata:- এবার ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর বাড়ির ঢিলছড়া দূরত্বের আবারো প্রকাশ্যে এলো ভাটপাড়ায় (Bhatpara) তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। অভিযোগ জগদ্দল বিধানসভা বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে তৃণমূল করতেন ভাটপাড়া বাসিন্দা ওম প্রকাশ যাদব এবং তার অনুগামীরা। গত কিছুদিন আগে ব্যারাকপুরে সাংসদ অর্জুন সিংহ তৃণমূলে যোগদান করেন। তারপরেই ভাটপাড়ার একাধিক তৃণমূল কর্মী তারা সাংসদের সঙ্গে চলে আসে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল রাত্রে অর্জুন সিং এর ঘনিষ্ঠ ওম প্রকাশ যাদব এর বাড়িতে রাজু তেওয়ারি এবং রাজেন্ তেওয়ারি তাদের দলবল নিয়ে এসে তাকে বন্দুকের বাট দিয়ে বেধড়ক মারধর করে এবং হুমকি দেয়। যারা মারধোর করে তারা প্রত্যেকেই তৃণমূল সমর্থক এমনটাই ওম প্রকাশ যাদব এর অভিযোগ, যারা এসেছিলেন তারা প্রত্যেক জন ভাটপাড়ার বিধায়ক সোমনাথ স্যাম এর অনুগামী। যদিও এই ঘটনায় জগদ্দল থানার অভিযোগ দায়ের করা হয়েছে, এখনো পর্যন্ত অভিযুক্তরা অধরা পুলিশ কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।

    Bhatpara আবারো প্রকাশ্যে এলো ভাটপাড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।

    Shishu Surakkha Dibas বাল্যবিবাহ বন্ধের লক্ষ্যে দিঘায় শিশু সুরক্ষা দিবস উদযাপন।

    উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় নাম উঠে এসেছে রহড়া রামকৃষ্ণ মিশনের অরিত্র মাইতি।

    Trinamool Congress হিলিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মৌন মিছিলে পা মেলালেন শয়ে শয়ে কর্মীবৃন্দ।

    Bamongola Block বামনগোলা ব্লকের হরিশঙ্করপুর থেকে নালাগোলা হয়ে অবৈধ ভাবে বালি, মাটি তুলে পাচার।

    MORE NEWS – ইংরেজবাজার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সংলগ্ন এলাকা থেকে ল-ক্লার্কদের উচ্ছেদ করার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো।

    ইংরেজবাজার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সংলগ্ন এলাকা থেকে ল-ক্লার্কদের বসার জায়গা উচ্ছেদ করার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। শুক্রবার সকালে মালদা শহরের পোল্ট্রি ফার্ম সংলগ্ন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর অফিসের সামনে সরকারি জায়গায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। আচমকা উচ্ছেদ অভিযানের ফলে চরম সমস্যায় পড়েন ল-ক্লার্কের সদস্যরা। যারা এতদিন মুহুরী হিসাবে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে আসা সাধারণ মানুষের কাজ করে গিয়েছেন। তাদের সেই বসার জায়গায় তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এর ফলে সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধে চরম অসন্তোষ এবং ক্ষোভ ছড়িয়েছে ল-ক্লার্কদের মধ্যে। পশ্চিমবঙ্গ ল-ক্লার্ক অ্যাসোসিয়েশনের মালদা শাখার সদস্য প্রবীর পাঠক বলেন, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments