More
    Homeঅনান্যBREAKING NEWS পেটুয়াঘাট মৎস‍্য বন্দরে ট্রলার ডুবি, মৃত ২, নিখোঁজ ৭।

    BREAKING NEWS পেটুয়াঘাট মৎস‍্য বন্দরে ট্রলার ডুবি, মৃত ২, নিখোঁজ ৭।

    BREAKING NEWS, কাঁথি:- ফের ট্রলার ডুবি। ঘটনায় মৃত্যু হল দুজন মৎস্যজীবীর। বর্তমানে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে ৭ জন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পেটুয়াঘাট (Purba Medinipur Petuyaghat) মৎস‍্য বন্দরের কাছে। আজ সকাল নাগাদ ঘটনাটি ঘটেছে। জানা গেছে ওই ওই ট্রলারটির নাম আলামিন। গতকাল রাতে নন্দীগ্রাম থেকে ফিশিং করার জন্য পেটুয়া মৎস্য বন্দরে আসছিল। এমন সময় দুর্ঘটনার মুখে পড়ে ওই ট্রলারটি। এবং বন্দরে ঢোকার মুখেই ডুবে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। বর্তমানে বাকি মৎস্যজীবীদের খোঁজ চালানো হচ্ছে।

    BREAKING NEWS পেটুয়াঘাট মৎস‍্য বন্দরে ট্রলার ডুবি, মৃত ২, নিখোঁজ ৭।

    Higher Secondary 2022 পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী বিদ্যায়তনে উচ্চমাধ্যমিকে মেধা তালিকায় ২১ জন।

    ইংরেজবাজার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সংলগ্ন এলাকা থেকে ল-ক্লার্কদের উচ্ছেদ করার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো।

    Kumrhi Samaj দক্ষিণদিনাজপুর জেলার মহিলা ও পুরুষ ফুটবলের উন্নতির জন্য এগিয়ে এলো কুড়মি সমাজ।

    Trinamool Congress হিলিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মৌন মিছিলে পা মেলালেন শয়ে শয়ে কর্মীবৃন্দ।

    J.P. Nadda দুদিনের বঙ্গ সফরে রাজ্য বিজেপির নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন জে পি নাড্ডা।

    MORE NEWS – পুনরায় শ্রমিক সংগঠনের দায়িত্ব পেল সেলিম আলি ও টুটুল মল্লিক।

    আজ শহীদ মাতঙ্গিনী ব্লক এর মেচেদার আইএনটিটিইউসির ইউনিয়ন অফিসে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র ও রামকো সিমেন্ট এর INTTUC শ্রমিক সংগঠনের কমিটি ঘোষনা হলো। নতুন কমিটির পরামর্শদাতা হলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, সভাপতি শিবনাথ সরকার, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের কার্যকরি সভাপতি সেলিম আলি অপরদিকে রামকো সিমেন্ট এর কার্যকারী সভাপতি টুটুল মল্লিকের নাম ঘোষণা করেন তমলুক সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি সভাপতি শিবনাথ সরকার। CONTINUE READING

    MORE NEWS – বাল্যবিবাহ বন্ধের লক্ষ্যে দিঘায় শিশু সুরক্ষা দিবস উদযাপন।

    রাজ্যে পূর্ব মেদিনীপুর জেলায় বাল্যবিবাহ সব থেকে বেশি। তাই বাল্যবিবাহ প্রতিরোধ করার লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার দিঘায় পালন করা হলো শিশু সুরক্ষা দিবস (Shishu Surakkha Dibas)। পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের উদ্যোগে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার দিঘার দীঘাশ্রীতে পালিত হলো রাজ্য শিশু সুরক্ষা দিবস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী, অতিরিক্ত জেলাশাসক সাধারণ সৌভিক ভট্টাচার্য, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহকারি সভাপতি শেখ সুফিয়ান সহ অন্যান্যরা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments