More
    Homeঅনান্যMango Festival রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে আম উৎসব।

    Mango Festival রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে আম উৎসব।

    Today Kolkata:- রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে আম উৎসব (Mango Festival)। দিল্লির পর এবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২৩,২৪ এবং ২৫ শে জুন তিনদিন অনুষ্ঠিত হবে আম উৎসব। মালদা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আম চাষি এবং ব্যবসায়ীরা বিভিন্ন প্রজাতির আমের পসরা নিয়ে অংশ নিবেন। বরাবরই মালদা জেলা আমের জন্য সুবিখ্যাত। দেশ ছাড়িয়ে বিদেশের বাজারেও সুনাম রয়েছে মালদার, ল্যাংড়া , লক্ষণভোগ, ফজলি, হিমসাগর সহ বিভিন্ন প্রজাতির আমের। কলকাতায় বসে এবারে মালদার পাশাপাশি বিভিন্ন জেলার আমের স্বাদ পেতে চলেছেন মানুষজন। এতে করে জেলার অর্থনৈতিক উন্নতি হবে। আমের বাজারজাত আরো বেশি করে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার আম চাষি এবং ব্যবসায়ীদের নিয়ে তিন দিনব্যাপী এই আম উৎসব। রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান আম ব্যবসায়ী থেকে আম চাষিরা।

    Mango Festival রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে আম উৎসব।

    MORE NEWS – যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে।

    বিয়ের তিন দিন বাকি ছিল। বিয়ের জন্য কেনাকাটা ও প্রায় শেষ। কিন্তু এরই মধ্যে ওই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর (Hahischandrapur) থানা এলাকা জুড়ে। ওই যুবকের পরিবারের অভিযোগ তাদের বাড়ির ছেলেকে কেউ বা কারা খুন করে করে আমবাগানের গাছে টাঙিয়ে দিয়েছে। এর পিছনে পরকীয়ার আশঙ্কাও থাকতে পারে বলে মনে করছে পরিবার। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া আজিমপুর গ্রামে। মৃত যুবকের নাম সদাকাস আলী(২৪)। সে বাড়ির ছোট ছেলে ছিল। CONTINUE READING

    MORE NEWS – যৌন কর্মীদের নতুন আইন বিষয়ক শিবির আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও দুর্বার সমন্বয় সমিতি।

    এতদিন যৌন কর্মীরা নানা ভাবে সমস্যার সম্মুখিন হতেন। ১৯ মে ২২ সালে সুপ্রিম কোর্টের নতুন আইন জারি হয়েছে। সেই নিতুন আইনে কি কি রয়েছে। তা শিবিরের মধ্য দিয়ে যৌন কর্মী, স্থানীয় পুলিশ প্রশাসন, প্রতিতালয়ের মালিকদে নিয়ে বিশেষ আলোচনা শিবিরের আয়োজন করা হয়। বৃহস্পতিবার মহিষাদলে উৎসব ভবনে শিবিরের আয়োজন করা হয়। সেই শিবিরে মহিষদল ব্লক এলাকার যৌন কর্মী, পতিতালয়ে মালিক, স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিরা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments