More
    Homeঅনান্যNarsary prakolpo নার্সারি প্রকল্পে বড় সরো সাফল্য পেলো হিলি ব্লকের জামাল...

    Narsary prakolpo নার্সারি প্রকল্পে বড় সরো সাফল্য পেলো হিলি ব্লকের জামাল পুর গ্রাম পঞ্চায়েত।

    Today Kolkata:- দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের 5 নং জামালপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, (Narsary prakolpo) এম.জি.এন.আর.জি.এস. প্রকল্পের আওতায় প্রায় চল্লিশটি স্বনির্ভর দলের মহিলারা, বিভিন্ন মৌজায়, পঞ্চায়েতের নার্সারি করে বড়সড় সাফল্য পেয়েছেন। মূলত এখানে বিভিন্ন প্রজাতির বীজ সরবরাহ করেছিল গ্রাম পঞ্চায়েত। বীজ ছাড়াও যাবতীয় উপকরণ সরবরাহ করেছিল গ্রাম পঞ্চায়েত। পাশাপাশি MGNREGS থেকে মহিলাদের অর্থ প্রদান করা হয়। এই নার্সারিতে বর্তমানে আমলকি, পেয়ারা, অর্জুন বান, আকাশমনি, মেহগনি, ইউ কালেক্টর ,কাজু, পলাশ, সহ অনেক রকমের চারা তৈরি হয়েছে। সভাবতই খুশি গ্রাম পঞ্চায়েত প্রধানসহ এলাকার বাসিন্দারা। এবার প্রয়োজনের অতিরিক্ত কাজ প্রায় 4 লক্ষ গাছ তৈরি হয়ে গেছে। তাদের বিভিন্ন প্রকল্পে ব্যবহৃত হবে । আর অতিরিক্ত গাছ বিক্রি করা হবে বলে জানা গেছে।

    Narsary prakolpo নার্সারি প্রকল্পে বড় সরো সাফল্য পেলো হিলি ব্লকের জামাল পুর গ্রাম পঞ্চায়েত।

    Body builder দিল্লিতে আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় সোনা জিতে সাফল্য সন্দীপ রাজবংশীর।

    MORE NEWS – যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে।

    বিয়ের তিন দিন বাকি ছিল। বিয়ের জন্য কেনাকাটা ও প্রায় শেষ। কিন্তু এরই মধ্যে ওই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর (Hahischandrapur) থানা এলাকা জুড়ে। ওই যুবকের পরিবারের অভিযোগ তাদের বাড়ির ছেলেকে কেউ বা কারা খুন করে করে আমবাগানের গাছে টাঙিয়ে দিয়েছে। এর পিছনে পরকীয়ার আশঙ্কাও থাকতে পারে বলে মনে করছে পরিবার। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া আজিমপুর গ্রামে। CONTINUE READING

    MORE NEWS – মালদা জেলা কৃষি দফতরের সহযোগিতায় পাট চাষীদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির ও আলোচনা সভা।

    হবিবপুর ব্লক মূলত কৃষিকাজ উপর নির্ভরশীল তাই, সেচ্ছাসেবী সংগঠন হবিবপুর ফারমার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড কোম্পানি উদ্যোগে মালদা জেলা কৃষি দফতরের সহযোগিতায় পাট চাষীদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মালদহের হবিবপুর অন্তর্গত মঙ্গলবার কৃষ্ণনগর সমবায় সমিতির কমিউনিটি হলে ও বুধবার কলাইবাড়ি এলাকায়। উল্লেখ আর কিছুদিন বাদে জমিথেকে পাট কেটে কিভাবে কৃষকেরা লাভের পরিমান বেশি পাবে তা নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ শিবির করা হয়। ভালোমতো পাটকে পচন করতে হবে, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments