More
    HomeখবরTMC Shahid diwas 2022 আগামী 21 শে জুলাই তৃণমূল কংগ্রেস এর শহীদ...

    TMC Shahid diwas 2022 আগামী 21 শে জুলাই তৃণমূল কংগ্রেস এর শহীদ দিবস পালন।

    Today Kolkata:- TMC Shahid diwas2022 আগামী 21 শে জুলাই শহীদ দিবস দুবছর করোনার জন্য শহীদ দিবস পালন করা হয়নি এবছর তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করবে জেলায় জেলায় প্রস্তুতির জন্য তৃণমূল নেতা নেত্রী দের নির্দেশ দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রানাঘাট সংগঠনের পক্ষ থেকে আজকে প্রত্যেক জেলায় দেয়াল লিখনের মাধ্যমে মানুষের কাছে এই কর্মসূচি তুলে ধরল তৃণমূল কংগ্রেস আজ চাকদহ শহর তৃণমূল যুব সভাপতি প্রসেনজিৎটিকাদার এবং চাকদা শহর তৃণমূল দল প্রতিষ্ঠাতা দীপক চক্রবর্তী, সকল কাউন্সিলর সহ তৃণমূল কংগ্রেস শহর সভাপতি দেব কৃষ্ণ মজুমদার, তাপস অধিকারী ও সকল কর্মীদের উপস্থিতিতে চাকদা দেয়াল লিখন শুরু করলেন।

    TMC Shahid diwas2022 আগামী 21 শে জুলাই তৃণমূল কংগ্রেস এর শহীদ দিবস পালন।

    Neuro বারাসাত ২৮ নম্বর ওয়ার্ড উন্নয়ন সমিতির কার্যালয়ে বিনা ব্যয়ে নার্ভের চিকিৎসা শিবির।

    উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে ফেল করায় গলায় ফাঁস লাগিয়ে আত্মাহত্যা করলো এক ছাত্রী।

    MORE NEWS – কামারহাটি বেলঘড়িয়া রথতলায় জগন্নাথ মন্দির কমিটি বৃহৎ রথ তৈরি করে সমস্যার মুখোমুখি।

    পহেলা জুলাই রথযাত্রা, আর এই রথযাত্রা উপলক্ষে বেলঘরিয়া রথতলা জগন্নাথ মন্দির কমিটির উদ্যোগে পশ্চিমবঙ্গের বৃহৎ 30 ফুটের জগন্নাথ দেবের রথ 28 ফুটের বলরাম দেবের রথ ও 27 ফুটের সুভদ্রা দেবী রথ তৈরি করে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। প্রভু জগন্নাথ দেবের মন্দির কমিটির প্রধান উদ্যোক্তা সোমনাথ রায় চৌধুরীর অভিযোগ রথযাত্রা নিয়ে যাওয়া হবে জগন্নাথ দেবের মাসির বাড়ি, এবং এই মাসির বাড়ি তৈরি করা হয়েছে বেলঘড়িয়া বিটি রোড সংলগ্ন ক্ষুদিরাম শিশু উদ্যান মাঠে। তবে রাস্তা থেকে মাঠের উচ্চতা দু ফুট হওয়ায় রথ মাঠে ঢোকানো সম্ভবপর নয়, CONTINUE READING

    MORE NEWS – আইসিডিএস-এ চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ।

    ICDS আইসিডিএস-এ চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার যে অভিযোগ তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক রহিম বক্সীর বিরুদ্ধে উঠেছিল, তা কার্যত ভিত্তিহীন বলে প্রকাশ্যে এলো। অভিযোগকারী গাজোলের এক মহিলা ফরিদা খাতুন যিনি জেলাশাসকের কাছে এই অভিযোগ করেছিলেন। অবশেষে ৭২ ঘণ্টার মধ্যে জেলা সভাপতির বিরুদ্ধে সেই অভিযোগ প্রত্যাহার করলেন ওই মহিলা। মালদা জেলা প্রশাসনিক ভবনে এসে অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরীর সঙ্গে দেখা করে নিজের ভুল স্বীকার করেছেন অভিযোগকারী মহিলা ফরিদা খাতুন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments