More
    Homeঅনান্যDanton 2 Block এলাকার কাষ্ঠ ব্যবসায়ীদের বিভিন্ন দাবিতে ডেপুটেশন দিল জোড়াগেড়িয়া ফাঁড়িতে।

    Danton 2 Block এলাকার কাষ্ঠ ব্যবসায়ীদের বিভিন্ন দাবিতে ডেপুটেশন দিল জোড়াগেড়িয়া ফাঁড়িতে।

    Today Kolkata:- এলাকার কাষ্ঠ ব্যবসায়ীদের বিভিন্ন দাবিতে আজ দাঁতন টু ব্লকের (Danton 2 Block) সমষ্টি উন্নয়ন আধিকারিক ও বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়িতে ডেপুটেশন দিল সাউরি ও খাকুড়দা জোনের কাষ্ঠ ব্যবসায়ী ও তার সঙ্গে যুক্ত কর্মীরা। এদিনের এই ডেপুটেশন উপলক্ষ্যে দাঁতন দু নম্বর ব্লকের ধনেশ্বরপুর থেকে ব্লক অফিস ও জোড়াগেড়িয়া ফাঁড়ি পর্যন্ত প্রথমে একটি মিছিল সংগঠিত করে তারা। এই মিছিলে এলাকার পাঁচ শতাধিক কাষ্ঠ ব্যবসায়ী ও কর্মীরা অংশগ্রহণ করে। মিছিল শেষে ব্লক অফিস ও জোড়াগেড়িয়া ফাঁড়িতে বিভিন্ন দাবি সম্বলিত ডেপুটেশন দেয় তারা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক রঞ্জন জানা, অশোক সার,অশোক সাউ,অশোক জানা সহ অন্যান্যরা।

    Danton 2 Block এলাকার কাষ্ঠ ব্যবসায়ীদের বিভিন্ন দাবিতে ডেপুটেশন দিল জোড়াগেড়িয়া ফাঁড়িতে।

    দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম ও বিজ্ঞান সংস্কৃতি সংস্থা, চাকদহ পৌরসভার সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি।

    Digital Media Association সাংবাদিক নিগ্রহ ঘটনার উত্তরবঙ্গের পুলিশের আইজি’কে প্রতিবাদ পত্র।

    MORE NEWS – ইকোপার্কে প্রাতঃভ্রমণে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের কথোপকথন।

    বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ Dilip Ghosh শনিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনোনয়ন জমা দিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মু তিনি ফোন করেছেন সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রসঙ্গে (Dilip Ghosh) তিনি বলেন.. একটা পরম্পরায় আছেন যিনি রাষ্ট্রপতি দ্বারা সর্বসম্মতিতে হোক রাষ্ট্রপতি প্রার্থী নির্বাচন তিনি এনডিএ বড় জোটের প্রার্থী তিনি সবার কাছে আবেদন করছেন আপনারা সর্বসম্মতভাবে আমাকে ভোট দিন জেতানো। উনি তার তরফ থেকে প্রচার করেছেন হয়তো অন্য রাজ্য যেতে পারেন প্রচার করতে সেই কাজ উনি করেছেন বাকি যারা আছেন অন্য পার্টির, CONTINUE READING

    MORE NEWS – পুরসভার উদাসীনতায় পৌরসভার জল পরিষেবার গাড়ি এবং শ্মশানে যাওয়ার প্রধান রাস্তা আটকে বিক্ষোভ এলাকাবাসীর।

    নদীয়ার শান্তিপুর (Nadia Shantipur) শহরের 16 নম্বর ওয়ার্ড এবং 24 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে মতিগঞ্জ থেকে শ্মশান ঘাট যাওয়ার প্রধান রাস্তা । এই রাস্তায় পৌরসভার জরুরী কালীন পরিষেবা জলের গাড়ি আটকে রাস্তা অবরোধ করে দীর্ঘ কয়েক ঘন্টা ধরে বিক্ষোভ চালান এলাকাবাসী। এলাকাবাসীর দাবি রাস্তার ওপর জগন্নাথ দেবের মন্দিরের একাংশ ক্রমাগত ক্ষতি হচ্ছে উল্টোদিকে থাকা একটি বটগাছের ক্রমশ রাস্তার দিকে এগিয়ে আসার কারণে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments