More
    Homeঅনান্যDigital Media Association সাংবাদিক নিগ্রহ ঘটনার উত্তরবঙ্গের পুলিশের আইজি'কে প্রতিবাদ পত্র।

    Digital Media Association সাংবাদিক নিগ্রহ ঘটনার উত্তরবঙ্গের পুলিশের আইজি’কে প্রতিবাদ পত্র।

    Today Kolkata:- গত এক মাসে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে ঘটে চলা সাংবাদিক /সংবাদ মাধ্যমের উপর আক্রমনের প্রতিবাদে ডিজিটাল মিডিয়া এসোসিয়েশনের (Digital Media Association) পক্ষ থেকে শুক্রবার উত্তরবঙ্গের পুলিশের দায়িত্বপ্রাপ্ত আইজিকে প্রতিবাদ পত্র দেওয়া হয়। উত্তরবঙ্গের আই জি দেবেন্দ্র প্রসাদ সিং এর সাথে এদিন শুক্রবার ডিজিটাল মিডিয়া এসোসিয়েশনের উত্তরবঙ্গের বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পদাধিকারীগন ও প্রতিনিধিরা দেখা করে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশি পদক্ষেপের দাবি জানান। এদিন ডিজিটাল মিডিয়া এসোসিয়েশনে পক্ষে প্রবীণ সাংবাদিক ও জলপাইগুড়ি জেলার সভাপতি অরুন কুমার, শিলিগুড়ি ও দার্জিলিং জেলার সভাপতি অর্জুন বর্মন, যুগম সম্পাদক চিন্ময় রায় ও সঞ্জীব রায়, কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ববিতা রায় সহ আরও অনেকেই এসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে উত্তরবঙ্গের পুলিশের দায়িত্ব প্রাপ্ত আইজি দেবেন্দ্র প্রসাদ সিংয়ের সাথে দেখা করেন। আইজি ডি পি সিং ধৈর্য সহকারে প্রতিনিধিদের কথা শোনেন।

    তারপর তিনি জানান বিষয়টি নিয়ে যথারীতি সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের সাথে তার কথা হয়ে গেছে। মাথাভাঙ্গার ঘটনায় যথারীতি ব্যবস্থা নেওয়া হয়েছে, রায়গঞ্জের যে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে পুলিশ তার বিভাগীয় তদন্ত আরম্ভ করেছে অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে, সেই সঙ্গে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সেটাও এখন আদালতের বিচারাধীন। সুতরাং পুলিশ তার দায়িত্ব যথারীতি পালন করছে এবং আগামী দিনে যাতে ডিজিটাল সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত সাংবাদিকদের কোনরকম অসুবিধা না হয় সে বিষয়ে পুলিশ সবরকম সহযোগিতা করবে বলে তিনি আশ্বাস দেন। উত্তরবঙ্গের আইজি’র সাথে দেখা করার পর প্রতিনিধি দলের পক্ষে অরুণকুমার এবং চিন্ময় রায় বিবৃতি দেন সংবাদমাধ্যমকে।

    Digital Media Association সাংবাদিক নিগ্রহ ঘটনার উত্তরবঙ্গের পুলিশের আইজি’কে প্রতিবাদ পত্র।

    President স্বাধীনতার পরে ভারতবর্ষের প্রথম পূর্ব ভারতের কোন আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পদে বসতে চলেছে।

    Jalpaiguri Gour Math নতুন রূপে রথ যাত্রার প্রস্তুতি শুরু হয়েছে জলপাইগুড়ি গৌড়ীয় মঠে।

    তারা জানান উত্তরবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সাংবাদিকরা যেভাবে নিগৃহীত হচ্ছেন তাতে ডিজিটাল মিডিয়া এসোসিয়েশন চিন্তিত। অ্যাসোসিয়েশন সব সময় সাংবাদিকদের স্বার্থ রক্ষা এবং তাদের মনোবল যাতে ক্ষুন্ন না হয় সে দিকে সব সময় নজর রাখবে। এদিন প্রতিনিধিদলে উত্তরবঙ্গের প্রায় 22 জনের প্রতিনিধি দল উত্তরবঙ্গের আইজি’র সাথে দেখা করে তাদের বক্তব্য তুলে ধরেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments