More
    Homeঅনান্যJalpaiguri Gour Math নতুন রূপে রথ যাত্রার প্রস্তুতি শুরু হয়েছে জলপাইগুড়ি গৌড়ীয়...

    Jalpaiguri Gour Math নতুন রূপে রথ যাত্রার প্রস্তুতি শুরু হয়েছে জলপাইগুড়ি গৌড়ীয় মঠে।

    জলপাইগুড়ি:- করোনার কারণে দীর্ঘ দুই বছর রথযাত্রা বন্ধ ছিল। এবার নতুন করে নতুন রূপে রথ যাত্রার প্রস্তুতি শুরু হয়েছে জলপাইগুড়ি গৌড়ীয় মঠে (Jalpaiguri Gour Math)। আগামী পয়লা জুলাই রয়েছে রথযাত্রা। জলপাইগুড়ি গৌড়ীয় মঠের দায়িত্বে থাকা অনন্তরাম দাস বলেন, এবার রথযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে । গত দু’বছর করোনার কারণে রথযাত্রা অনুষ্ঠিত হয়নি। তাই ফের একবার রথ যাত্রার প্রস্তুতি শুরু হয়েছে এবার। নতুন করে রথের রঙ করা থেকে শুরু করে বিভিন্ন কাজ চলছে। আশা করা যাচ্ছে আগামী দু’চারদিনের মধ্যেই রথ সাজানো প্রস্তুত হয়ে যাবে। জলপাইগুড়ির আপামর মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন বলে জানান তিনি।

    Jalpaiguri Gour Math নতুন রূপে রথ যাত্রার প্রস্তুতি শুরু হয়েছে জলপাইগুড়ি গৌড়ীয় মঠে।

    অগ্নিপথ পথ এবং রাজনৈতিক স্বার্থে ইডি সিআইডিকে ব্যবহারের বিরুদ্ধে অর্ধ দিবস অবস্থান-বিক্ষোভ ছাত্র পরিষদের।

    Malda Aat mile বেপরোয়া পিকআপভ্যানের ধাক্কায় পথচলতি চারজন সাধারণ মানুষ জখম হলেন।

    Health Department স্বাস্থ্য ব্যবস্থার পরিষেবা নিয়ে বারাকপুর ডাক্তার বি.এন.বসু মহকুমা হাসপাতালের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।

    MORE NEWS – ঝাড়গ্রামে মাদক বিরোধী সচেতনতা পদযাত্রা।

    শুক্রবার ঝাড়্গ্রাম (Jhargram) জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং আবগারি দফতরের উদ্যোগে ঝাড়গ্রাম শহরে মাদক বিরোধী সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়। ওই পদযাত্রায় সামিল হয়েছিলেন ঝাড়গ্রামের জেলাশাসক সুনিল আগরওয়াল, ঝাড়গ্রাম মহকুমার মহকুমা শাসক বাবুলাল মাহাতো, আবগারি দপ্তরের আধিকারিক ,ঝাড়গ্রাম পৌরসভার বিভিন্ন আধিকারিক ও কাউন্সিলর গণ এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা। ওই পদযাত্রায় সামিল হয়েছিলেন কলেজ পড়ুয়ারা। ঝাড়গ্রাম শহরের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়। CONTINUE READING

    MORE NEWS – নিজ অর্থে বিশাল পদ্মা সেতু বানিয়ে বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ।

    নিজ অর্থে বিশাল পদ্মা সেতু বানিয়ে বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ (Padma Setu Bangladesh)। স্বপ্নিল সেই মাহেন্দ্রক্ষণের জন্য আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। স্বপ্নের পদ্মা সেতু শনিবার উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে প্রমত্তা পদ্মার ওপর নির্মিত এ সেতু। সারা বাংলাদেশের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপিত হবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্য বদলে যাবে পদ্মা সেতুর মাধ্যমে। মোংলা ও পায়রা বন্দরের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments