More
    Homeঅনান্যMalda Aat mile বেপরোয়া পিকআপভ্যানের ধাক্কায় পথচলতি চারজন সাধারণ মানুষ জখম...

    Malda Aat mile বেপরোয়া পিকআপভ্যানের ধাক্কায় পথচলতি চারজন সাধারণ মানুষ জখম হলেন।

    মালদা, ২৪ জুন:- বেপরোয়া পিকআপভ্যানের ধাক্কায় পথচলতি চারজন সাধারণ মানুষ জখম হলেন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার আটমাইল (Malda Aat mile) এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। আহতদের চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। দুর্ঘটনার পর সাধারণ মানুষের ধাওয়া খেয়ে পিকআপভ্যান ফেলে এলাকা থেকে পালিয়ে যায় চালক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দ্রুতগতিতে আসা একটি পিকাপ ভ্যান প্রথমে একটি বাঁশ বোঝাই একটি ভ্যানে ধাক্কা মারে । তাতে আহত হয় দুইজন। এরপরে ওই পিকাপভ্যানটি গিয়ে ওই এলাকায় আবার একটি টোটোকে ধাক্কা মারে। তাতে আহত হয় আরো দুইজন। স্থানীয় বাসিন্দারা তাদের চারজনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ চালকের খোঁজ শুরু করেছে।

    Malda Aat mile বেপরোয়া পিকআপভ্যানের ধাক্কায় পথচলতি চারজন সাধারণ মানুষ জখম হলেন।

    Kharhgram তেজাপারা এবং হাজরাবাড়ী গ্রামের বাসিন্দারা রেশন সামগ্রী বণ্টনের অনিয়মের অভিযোগ।

    MORE NEWS – নার্সারি প্রকল্পে বড় সরো সাফল্য পেলো হিলি ব্লকের জামাল পুর গ্রাম পঞ্চায়েত।

    দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের 5 নং জামালপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, (Narsary prakolpo) এম.জি.এন.আর.জি.এস. প্রকল্পের আওতায় প্রায় চল্লিশটি স্বনির্ভর দলের মহিলারা, বিভিন্ন মৌজায়, পঞ্চায়েতের নার্সারি করে বড়সড় সাফল্য পেয়েছেন। মূলত এখানে বিভিন্ন প্রজাতির বীজ সরবরাহ করেছিল গ্রাম পঞ্চায়েত। বীজ ছাড়াও যাবতীয় উপকরণ সরবরাহ করেছিল গ্রাম পঞ্চায়েত। পাশাপাশি MGNREGS থেকে মহিলাদের অর্থ প্রদান করা হয়। এই নার্সারিতে বর্তমানে আমলকি, পেয়ারা, অর্জুন বান, আকাশমনি, CONTINUE READING

    MORE NEWS – নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাক্সিবাস উল্টে মৃত্যু হল এক যাত্রীর।

    Road Accident নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাক্সিবাস উল্টে মৃত্যু হল এক যাত্রীর। গুরুতর জখম হয়েছেন আরো ৩০ জন যাত্রী। বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি ঘটেছে গাজোল থানার চাকনগর গ্রাম পঞ্চায়েতের কাঠিকান্দি এলাকার রাজ্য সড়কে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা নিয়ে পুলিশ আহত যাত্রীদের চিকিৎসার জন্য গাজোল গ্রামীণ হাসপাতাল পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাত্রীবাহী ম্যাক্সিবাসটি গাজোলের দেওতলা থেকে কাঠিকান্দর যাওয়ার পথে কালাকুড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে পড়ে যায়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments