More
    Homeআন্তর্জাতিকPadma Setu Bangladesh নিজ অর্থে বিশাল পদ্মা সেতু বানিয়ে বিশ্বকে চমকে দিয়েছে...

    Padma Setu Bangladesh নিজ অর্থে বিশাল পদ্মা সেতু বানিয়ে বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ।

    Today Kolkata:- নিজ অর্থে বিশাল পদ্মা সেতু বানিয়ে বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ (Padma Setu Bangladesh)। স্বপ্নিল সেই মাহেন্দ্রক্ষণের জন্য আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। স্বপ্নের পদ্মা সেতু শনিবার উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে প্রমত্তা পদ্মার ওপর নির্মিত এ সেতু। সারা বাংলাদেশের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপিত হবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্য বদলে যাবে পদ্মা সেতুর মাধ্যমে। মোংলা ও পায়রা বন্দরের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। পদ্মা সেতুর মাধ্যমে বাংলাদেশ এশিয়ান হাইওয়েতে যুক্ত হবে। গড়ে উঠবে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল। পিছিয়ে পড়া এ অঞ্চলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।

    সারা বাংলাদেশের অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে। পদ্মা সেতু চালু হওয়ার সাথে সাথে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি বাড়বে ১ থেকে ১.৫ শতাংশ। এর প্রভাবে পাল্টে যাবে বাংলাদেশের সার্বিক চিত্র। তবে বিশেষজ্ঞরা বলছেন, সেতু শুধু চালু হলেই জিডিপি প্রবৃদ্ধি বাড়বে না। সেতুর দুই পাড়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে হবে। আসবে বিদেশি বিনিয়োগ। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যত বেশি অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে জিডিপিতে এর অবদান তত পড়বে।

    Padma Setu Bangladesh নিজ অর্থে বিশাল পদ্মা সেতু বানিয়ে বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ।

    Malda Aat mile বেপরোয়া পিকআপভ্যানের ধাক্কায় পথচলতি চারজন সাধারণ মানুষ জখম হলেন।

    Kharhgram তেজাপারা এবং হাজরাবাড়ী গ্রামের বাসিন্দারা রেশন সামগ্রী বণ্টনের অনিয়মের অভিযোগ।

    Municipality election ভাটপাড়া পুরসভা,পানহাটি পুরসভা, দমদম পুরসভার ১ টি করে ওয়ার্ডে আগামী ২৬ জুন পূনর্নিবাচন।

    MORE NEWS – দিল্লিতে আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় সোনা জিতে সাফল্য সন্দীপ রাজবংশীর।

    দিল্লিতে আন্তর্জাতিক বডিবিল্ডিং (Body builder) প্রতিযোগিতায় সোনা জিতে সাফল্য পুরাতন মালদার সন্দীপ রাজবংশীর।গত ১৭ থেকে ১৯ জুন দিল্লিতে শেরু ক্লাসিক আন্তর্জাতিক বিল্ডিং প্রতিযোগিতা আসর বসেছিল। সেখানে ৮০ কেজি বিভাগে সবাইকে পিছনে ফেলে সোনা জিতে নেয় মালদার সন্দীপ রাজবংশী। সেই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে প্রায় ৫০০ জন প্রতিযোগী অংশগহণ করেছিলেন। তারমধ্যে সন্দীপ রাজবংশীর এমন ফলাফলে গর্বিত মালদার বিভিন্ন মহল। গত মঙ্গলবার দিল্লি থেকে মালদায় ফিরেছেন সফল প্রতিযোগী সন্দীপ রাজবংশী। তিনি বলেন, আন্তর্জাতিক শেরু ক্লাসিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় সকলকে পিছনে ফেলে আমি সোনা জয় করেছি। বাংলার নাম উজ্জ্বল করেছি। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments