More
    Homeঅনান্যAndal Fuldanga অণ্ডালের ফুলডাঙ্গা এলাকায় বালি গাড়ির ধাক্কায় আহত ১।

    Andal Fuldanga অণ্ডালের ফুলডাঙ্গা এলাকায় বালি গাড়ির ধাক্কায় আহত ১।

    Today Kolkata:- অণ্ডালের ফুলডাঙ্গা (Andal Fuldanga) এলাকায় বালি গাড়ির ধাক্কায় আহত ১, বিক্ষোভ স্থানীয়দের অন্ডালের ফুলডাঙ্গা এলাকায় বালি গাড়ির ধাক্কায় আহত 1 বিক্ষোভ স্থানীয়দের শুক্রবার সকালে মদন পুর গ্রামের বাসিন্দা সুবর্ণ দাস তার ছেলেকে মোটরসাইকেলে করে স্কুলে নিয়ে যাওয়ার সময় কুলডাঙ্গা সামনে টার্নিং বালি গাড়ি ধাক্কা মারলে আহত হয় সুবর্ণ দাস বলে অভিযোগ করে তার দাদা সন্দীপ দাস মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে কোনোক্রমে প্রাণী বাঁচে সুবর্ণ দাসের ছেলে ঘটনায় চাউল হতেই বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা তাদের দাবি এই এলাকা দিয়ে বেপরোয়াভাবে বালি গাড়ি চলাচল করে তাই আজ থেকে কোন বালির গাড়ি চলাচল করতে দেয়া হবে না বলে জানাই বিক্ষোভকারীরা স্থানীয়রা বালির গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকে সকাল থেকেই ঘাতক গাড়িটির খোঁজ চালাচ্ছে অন্ডাল থানার পুলিশ।

    Andal Fuldanga অণ্ডালের ফুলডাঙ্গা এলাকায় বালি গাড়ির ধাক্কায় আহত ১।

    Padma Setu Bangladesh নিজ অর্থে বিশাল পদ্মা সেতু বানিয়ে বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ।

    MORE NEWS – রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে আম উৎসব।

    রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে আম উৎসব (Mango Festival)। দিল্লির পর এবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২৩,২৪ এবং ২৫ শে জুন তিনদিন অনুষ্ঠিত হবে আম উৎসব। মালদা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আম চাষি এবং ব্যবসায়ীরা বিভিন্ন প্রজাতির আমের পসরা নিয়ে অংশ নিবেন। বরাবরই মালদা জেলা আমের জন্য সুবিখ্যাত। দেশ ছাড়িয়ে বিদেশের বাজারেও সুনাম রয়েছে মালদার, ল্যাংড়া , লক্ষণভোগ, ফজলি, হিমসাগর সহ বিভিন্ন প্রজাতির আমের। কলকাতায় বসে এবারে মালদার পাশাপাশি বিভিন্ন জেলার আমের স্বাদ পেতে চলেছেন মানুষজন। CONTINUE READING

    MORE NEWS – দিল্লিতে আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় সোনা জিতে সাফল্য সন্দীপ রাজবংশীর।

    দিল্লিতে আন্তর্জাতিক বডিবিল্ডিং (Body builder) প্রতিযোগিতায় সোনা জিতে সাফল্য পুরাতন মালদার সন্দীপ রাজবংশীর।গত ১৭ থেকে ১৯ জুন দিল্লিতে শেরু ক্লাসিক আন্তর্জাতিক বিল্ডিং প্রতিযোগিতা আসর বসেছিল। সেখানে ৮০ কেজি বিভাগে সবাইকে পিছনে ফেলে সোনা জিতে নেয় মালদার সন্দীপ রাজবংশী। সেই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে প্রায় ৫০০ জন প্রতিযোগী অংশগহণ করেছিলেন। তারমধ্যে সন্দীপ রাজবংশীর এমন ফলাফলে গর্বিত মালদার বিভিন্ন মহল। গত মঙ্গলবার দিল্লি থেকে মালদায় ফিরেছেন সফল প্রতিযোগী সন্দীপ রাজবংশী। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments