More
    HomeখবরMunicipality election ভাটপাড়া পুরসভা,পানহাটি পুরসভা, দমদম পুরসভার ১ টি করে ওয়ার্ডে আগামী...

    Municipality election ভাটপাড়া পুরসভা,পানহাটি পুরসভা, দমদম পুরসভার ১ টি করে ওয়ার্ডে আগামী ২৬ জুন পূনর্নিবাচন।

    Today Kolkata:- Municipality election ভাটপাড়া পুরসভা,পানহাটি পুরসভা, দমদম পুরসভার ১ টি করে ওয়ার্ডে আগামী ২৬ জুন পূনর্নিবাচন। প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্র ঘুড়ে দেখছেন বারাকপুর পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা। প্রতিটি বুথই স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে। পুলিশ ডিরেক্টরটের নির্দেশ অনুযায়ী পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে। প্রতিটি বুথে স্বশস্ত্র ২ জন করে পুলিশ কর্মী মোতায়েন থাকবে। ৩ টি ওয়ার্ডেই পুলিশি টহলদারী ও নজরদারি চলছে। DC ও স্থানীয় থানার তরফে দফায় দফায় নজরদারী চালানো হচ্ছে। যেকোনো পরিস্থিতির মোকাবিলায় বাহিনী মজুত রাখা হবে। আনুমানিক ৩০০ পুলিশ কর্মী মোতায়ন করা হবে ২৬ তারিখে নির্বাচনে।

    Municipality election ভাটপাড়া পুরসভা,পানহাটি পুরসভা, দমদম পুরসভার ১ টি করে ওয়ার্ডে আগামী ২৬ জুন পূনর্নিবাচন।

    মালদা জেলা কৃষি দফতরের সহযোগিতায় পাট চাষীদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির ও আলোচনা সভা।

    বছরের প্রথম দিকে পঞ্চায়েত ভোট ভোট হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

    Mangalpura Gram Panchayet সপ্তাহ ধরে বিদ্যুৎ নেই, তার সঙ্গে বন্ধ হয়ে রয়েছে পরিস্রুত পানীয় জল।

    MORE NEWS – নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাক্সিবাস উল্টে মৃত্যু হল এক যাত্রীর।

    Road Accident নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাক্সিবাস উল্টে মৃত্যু হল এক যাত্রীর। গুরুতর জখম হয়েছেন আরো ৩০ জন যাত্রী। বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি ঘটেছে গাজোল থানার চাকনগর গ্রাম পঞ্চায়েতের কাঠিকান্দি এলাকার রাজ্য সড়কে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা নিয়ে পুলিশ আহত যাত্রীদের চিকিৎসার জন্য গাজোল গ্রামীণ হাসপাতাল পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাত্রীবাহী ম্যাক্সিবাসটি গাজোলের দেওতলা থেকে কাঠিকান্দর যাওয়ার পথে কালাকুড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে পড়ে যায়। CONTINUE READING

    MORE NEWS – স্বাস্থ্য ব্যবস্থার পরিষেবা নিয়ে বারাকপুর ডাক্তার বি.এন.বসু মহকুমা হাসপাতালের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।

    স্বাস্থ্য ব্যবস্থার পরিষেবা (Health Department) নিয়ে বারাকপুর ডাক্তার বি.এন.বসু মহকুমা হাসপাতালের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, তড়িঘড়ি হাসপাতাল পরিদর্শনে সাস্থ সচিব, জেলা স্বাস্থ্য আধিকারিক, জেলাশাসক সহ প্রশাসনিক আধিকারিকগন। বেশ কয়েকদিন ধরে বারাকপুর মহাকুমা এলাকার গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল ডাক্তার বি.এন.বসু মহকুমা হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য ব্যবস্থার পরিষেবা নিয়ে অনেক অভিযোগ জমা পড়েছিল প্রশাসনের কাছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments