More
    Homeঅনান্যKharhgram তেজাপারা এবং হাজরাবাড়ী গ্রামের বাসিন্দারা রেশন সামগ্রী বণ্টনের অনিয়মের অভিযোগ।

    Kharhgram তেজাপারা এবং হাজরাবাড়ী গ্রামের বাসিন্দারা রেশন সামগ্রী বণ্টনের অনিয়মের অভিযোগ।

    Today Kolkata:- তেজাপারা এবং হাজরাবাড়ী গ্রামের বাসিন্দারা রেশন সামগ্রী বণ্টনের অনিয়মের অভিযোগ তুলে খড়গ্রামের বিডিওকে স্মারকলিপি প্রদান করল খড়গ্রামে (Kharhgram)। শুক্রবার দিন মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার অন্তর্গত তেজাপারা এবং হাজরাবাড়ী গ্রামের বাসিন্দারা রেশন সামগ্রী বণ্টনের অনিয়মের অভিযোগ তুলে খড়গ্রাম সমষ্টি উন্নয়ন আধিকারিককে স্মারকলিপি প্রদান করল। খড়গ্রাম সমষ্টি উন্নয়ন আধিকারিক বাপি ধরকে গ্রামবাসীরা স্মারকলিপি প্রদান করল।

    Kharhgram তেজাপারা এবং হাজরাবাড়ী গ্রামের বাসিন্দারা রেশন সামগ্রী বণ্টনের অনিয়মের অভিযোগ।

    Arjun singh সেনাবাহিনীতে চাকরির ক্ষেত্রে অগ্নিপথ যোজনার কড়া সমালোচনা করলেন অর্জুন সিং।

    Ramjibanpur রামজীবনপুর পৌরসভার বিভিন্ন মোড়গুলিতে অকেজো ট্রাফিক লাইট।

    MORE NEWS – অগ্নিপথ পথ এবং রাজনৈতিক স্বার্থে ইডি সিআইডিকে ব্যবহারের বিরুদ্ধে অর্ধ দিবস অবস্থান-বিক্ষোভ ছাত্র পরিষদের।

    কেন্দ্রীয় সরকারের প্রকল্প অগ্নিপথ নিয়ে অগ্নিগর্ভ গোটা দেশ। কোথাও জ্বলেছে আগুন, কোথাও বা বিক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। যদিও তার সুফল বোঝাতে ব্যস্ত। রাজনৈতিক তরজা চলছে জোড় কদমে। বাম কংগ্রেস তৃণমূল সহ বিজেপিবিরোধী প্রত্যেকেই তাদের নিজস্বতা বজায় রেখে নিজনিজ ভঙ্গিমায় প্রতিবাদে সামিল হয়েছেন। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেও সারা দেশজুড়ে চলছে, লাগাতার জনমত গড়ে তোলার আপ্রাণ চেষ্টা। বাদ যায়নি ছাত্র পরিষদও।রাজ্য সভাপতি সৌরভ প্রসাদের নির্দেশে, রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে অবস্থান-বিক্ষোভ। CONTINUE READING

    MORE NEWS – পানিহাটি পৌরসভার উপনির্বাচনে শেষ লগ্নে প্রচার।

    পানিহাটি পৌরসভার (Panihati Municipality) উপনির্বাচনে শেষ লগ্নে পানিহাটি পৌরসভা 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মীনাক্ষী দত্তের প্রচার জনসভায় উপস্থিত খড়দহ বিধানসভার বিধায়ক ও রাজ্যের কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় মীনাক্ষী দত্তর প্রচার সভায় বক্তব্য রাখেন এবং সাধারন মানুষদের অনুরোধ করেন মীনাক্ষী দত্ত কে বিপুল ভোটে জয়যুক্ত করার। CONTINUE READING

    MORE NEWS – স্বাস্থ্য ব্যবস্থার পরিষেবা নিয়ে বারাকপুর ডাক্তার বি.এন.বসু মহকুমা হাসপাতালের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।

    স্বাস্থ্য ব্যবস্থার পরিষেবা (Health Department) নিয়ে বারাকপুর ডাক্তার বি.এন.বসু মহকুমা হাসপাতালের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, তড়িঘড়ি হাসপাতাল পরিদর্শনে সাস্থ সচিব, জেলা স্বাস্থ্য আধিকারিক, জেলাশাসক সহ প্রশাসনিক আধিকারিকগন। বেশ কয়েকদিন ধরে বারাকপুর মহাকুমা এলাকার গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল ডাক্তার বি.এন.বসু মহকুমা হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য ব্যবস্থার পরিষেবা নিয়ে অনেক অভিযোগ জমা পড়েছিল প্রশাসনের কাছে। অভিযোগের গুরুত্ব ছিল খুব ভয়ঙ্কর, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments