More
    Homeঅনান্যRamjibanpur রামজীবনপুর পৌরসভার বিভিন্ন মোড়গুলিতে অকেজো ট্রাফিক লাইট।

    Ramjibanpur রামজীবনপুর পৌরসভার বিভিন্ন মোড়গুলিতে অকেজো ট্রাফিক লাইট।

    Today Kolkata:- যানবাহন নিয়ন্ত্রণের জন্য কয়েক বছর আগেই রামজীবনপুর (Ramjibanpur) পৌরসভার বিভিন্ন মোড়গুলিতে বসানো হয়েছিল ট্রাফিক লাইট। কিন্তু ট্রাফিক লাইটের ব্যবস্থা থাকলেও বর্তমানে তার কোনো প্রয়োগ নেই। দীর্ঘদিন ধরেই বন্ধ অকেজো অবস্থায় পড়ে রয়েছে ওই ট্রাফিক লাইট গুলি। এ বিষয়ে রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান বলেন রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে রয়েছে ওই ট্রাফিক লাইট গুলি পুলিশ ও টেকনিক্যাল দপ্তরকে জানানো হয়েছে। আস্তে আস্তে এগুলোকে আবার আগের মত ঠিক করার ব্যবস্থা করা হবে।

    Ramjibanpur রামজীবনপুর পৌরসভার বিভিন্ন মোড়গুলিতে অকেজো ট্রাফিক লাইট।

    উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় নাম উঠে এসেছে রহড়া রামকৃষ্ণ মিশনের অরিত্র মাইতি।

    Kumrhi Samaj দক্ষিণদিনাজপুর জেলার মহিলা ও পুরুষ ফুটবলের উন্নতির জন্য এগিয়ে এলো কুড়মি সমাজ।

    Trinamool Congress হিলিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মৌন মিছিলে পা মেলালেন শয়ে শয়ে কর্মীবৃন্দ।

    Jagoddal Mominpara সাতসকালেই বোমার শব্দে কেঁপে উঠল জগদ্দলের মোমিনপাড়া এলাকা।

    MORE NEWS – প্রবল ইচ্ছাশক্তি আর জেদ থাকলে যে কোনও বাধাই বাধা নয় তা দেখিয়ে দিলেন টিনা থোকদার।

    প্রবল ইচ্ছাশক্তি আর জেদ থাকলে যে কোনও বাধাই বাধা নয় তা দেখিয়ে দিলেন টিনা থোকদার। মালদহের হরিশ্চন্দ্রপুরের প্রত্যন্ত এলাকা ফতেপুরের দিনমজুর বাবার মেয়ে টিনা এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নবম হয়েছেন। ভালুকা আরএমএম বিদ্যাপীঠ থেকে কলা বিভাগে পরীক্ষা দিয়েছিলেন টিনা। তার প্রাপ্ত নম্বর ৪৯০। এদিন মেয়ের ফল জানার পর সংবাদমাধ্যমের সামনে কথা বলার সময় কেঁদে ফেলেন বাবা নাড়ুগোপাল থোকদার ও মা রাসেশ্বরী থোকদার। মেয়ে ভালো ফল করলেও বাইরে কীভাবে মেয়েকে পড়াবেন তা নিয়ে দুশ্চন্তায় দিশেহারা তিনি। CONTINUE READING

    MORE NEWS – তরমুজ চাষ করে ক্ষতিগ্রস্ত চন্দ্রকোনার তরমুজ চাষীরা, লাভের মুখ দেখছে না তরমুজ চাষীরা।

    গ্রীষ্মকালীন সময়ে একটু তৃষ্ণা মেটাতে পারে তরমুজ, আর সেই তরমুজ এখন রাস্তায় গড়াগড়ি দিচ্ছে। হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন। তরমুজ রাস্তায় গড়াগড়ি দিচ্ছে। এই কথাটা বলার একটাই কারণ, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার বড় আকনা, গোপালপুর, কালাকড়ি, মানিক কুণ্ডু সহ চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকাজুড়ে হয় এই তরমুজ চাষ। প্রত্যেক বছর এই এলাকার মানুষেরা কৃষি জমি থেকে আলু হতে শুরু করলেই জমিতে লাগিয়ে দেয় তরমুজ বীজ, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments