More
    Homeঅনান্যMadhyamgram Choumatha মধ্যমগ্রাম চৌমাথা সড়ক অবরোধ করে বিজেপি নেত্রী নূপুর শর্মার...

    Madhyamgram Choumatha মধ্যমগ্রাম চৌমাথা সড়ক অবরোধ করে বিজেপি নেত্রী নূপুর শর্মার শাস্তির দাবি জানায়।

    Today Kolkata:- মধ্যমগ্রাম চৌমাথা (Madhyamgram Choumatha) শুক্রবার সন্ধ্যায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি নেত্রী নূপুর শর্মার শাস্তির দাবি জানায়।বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরূপ মন্তব্য ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে প্রতিবাদের ঝড় উঠেছে একই ছবি মধ্যমগ্রামেও, ৩৪ নম্বর জাতীয় সড়ক স্তব্দ করে নূপুর শর্মার শাস্তির দাবি তোলে বিক্ষোভকারীরা। অবিলম্বে শাস্তি দিতে হবে, না হলে বৃহত্তর আন্দোলন হবে দেশ জুড়ে। প্রায় ৩০ মিনিট এই ব্যাস্ততম সড়ক অবরোধ করে রাখে, এর ফলে ব্যপক যানজট তৈরি হয়। পরবর্তীতে মধ্যমগ্রাম থানার পুলিশের আশ্বাস অবরো তুলে নেয় আন্দোলনকারীরা।

    Madhyamgram Choumatha মধ্যমগ্রাম চৌমাথা সড়ক অবরোধ করে বিজেপি নেত্রী নূপুর শর্মার শাস্তির দাবি জানায়।

    Sabang Thana গ্ৰীষ্মকালীন রক্তসংকট মেটাতে আজ সবং থানার পক্ষ থেকে একটি রক্তদান কর্মসূচি পালন করা হয়।

    Kakoli Ghosh Dastidar কাকলি ঘোষ দোস্তিদারের অনুপ্রেরণায় বাদুতে উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হচ্ছে।

    Accident News ভুটভুটি উল্টে গুরুতর ভাবে জখম ভুটভুটি চালক সহ একই পরিবারের আরো চারজন।

    MORE NEWS – আবারো প্রকাশ্যে এলো ভাটপাড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।

    এবার ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর বাড়ির ঢিলছড়া দূরত্বের আবারো প্রকাশ্যে এলো ভাটপাড়ায় (Bhatpara) তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। অভিযোগ জগদ্দল বিধানসভা বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে তৃণমূল করতেন ভাটপাড়া বাসিন্দা ওম প্রকাশ যাদব এবং তার অনুগামীরা। গত কিছুদিন আগে ব্যারাকপুরে সাংসদ অর্জুন সিংহ তৃণমূলে যোগদান করেন। তারপরেই ভাটপাড়ার একাধিক তৃণমূল কর্মী তারা সাংসদের সঙ্গে চলে আসে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল রাত্রে অর্জুন সিং এর ঘনিষ্ঠ ওম প্রকাশ যাদব এর বাড়িতে রাজু তেওয়ারি এবং রাজেন্ তেওয়ারি তাদের দলবল নিয়ে এসে তাকে বন্দুকের বাট দিয়ে বেধড়ক মারধর করে এবং হুমকি দেয়। CONTINUE READING

    MORE NEWS – ভারত-বাংলাদেশ আন্তঃদেশীয় বাস সার্ভিস শুক্রবার সকালে ফের চলাচল শুরু হয়েছে।

    ভারত-বাংলাদেশ (India-Bangladesh) আন্তঃদেশীয় বাস সার্ভিস শুক্রবার সকালে ফের চলাচল শুরু হয়েছে করোনা ভাইরাসের কারণে প্রায় ২ বছর  মধ্যকার ভারত-বাংলাদেশ আন্তঃদেশীয় বাস সার্ভিস চলাচল বন্ধ ছিল। তবে ভারত ও বাংলাদেশ সরকারের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া গেলে ডাউকি-তামাবিল চেকপোস্ট দিয়ে যথাসময়ে বাস চলাচল শুরু হবে। এই পথে দুই দেশের ভ্রমণকারীদেরও চাহিদা রয়েছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments