More
    Homeঅনান্যKakoli Ghosh Dastidar কাকলি ঘোষ দোস্তিদারের অনুপ্রেরণায় বাদুতে উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র...

    Kakoli Ghosh Dastidar কাকলি ঘোষ দোস্তিদারের অনুপ্রেরণায় বাদুতে উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হচ্ছে।

    Today Kolkata:- ডাঃ কাকলি ঘোষ দোস্তিদারের (Kakoli Ghosh Dastidar) অনুপ্রেরণায় বারাসাত পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাদুতে একটি উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। রবিবার বারাসাত পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে পরিচালিত এক স্বাস্থ্য শিবিরে একথা বলেন, ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার স্বাস্থ্য ও শিক্ষার স্ট্যান্ডিং কমিটির সভাপতি ডাঃ বিবর্তন সাহা। এদিন তিনি জানান, বারাসাত পুরসভার পুরপ্রধান অশনি মুখার্জি এই ওয়ার্ডের প্রতি যথেষ্ট স্নেহশীল হওয়ায় ওয়ার্ড জুড়ে উন্নয়ন শুরু হয়েছে। এর পাশাপাশি ডাঃ বিবর্তন সাহা জানান, বাদুড় মাঠ গ্রাম দিয়েই বারাসাত পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের উন্নয়নের সূচনা হবে এমনটাই দাবি করে ডাঃ বিবর্তন সাহা জানান।

    Kakoli Ghosh Dastidar কাকলি ঘোষ দোস্তিদারের অনুপ্রেরণায় বাদুতে উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হচ্ছে।

    Khardah Thana রেললাইনের রেলগেট বিকল, বিক্ষোভ চালকদের, ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশবাহিনী।

    Panihati Municipality পানিহাটিতে জলের সমস্যা, পানিহাটি পৌরসভা সামনে অবস্থান- বিক্ষোভ।

    Locknath Baba Tirodhan Dibas মহা সাড়ম্বরের সহিত পালন হলো উত্তর কৃষ্ণপল্লী এলাকার।

    MORE NEWS – অফলাইন পরীক্ষা বাতিলের দাবিতে কলেজে বিক্ষোভ পড়ুয়াদের।

    অফলাইন পরীক্ষা বাতিলের দাবিতে মেদিনীপুর শহরের নরেন্দ্রলাল খান কলেজের (Narendralal Khan College) সামনে ব্যাপক বিক্ষোভ পড়ুয়াদের। ছাত্রীদের বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনা। ছাত্রীদের অভিযোগ, পরীক্ষার দশ দিন আগে অফলাইন পরীক্ষার নোটিশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। আর এর ফলেই চরম সমস্যায় পড়তে চলেছে পড়ুয়ারা। শনিবার কলেজ খোলার পর থেকেই কলেজের ঘেরাও করে বিক্ষোভ ছাত্রীদের। CONTINUE READING

    MORE NEWS – বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচি এবং সচেতনতা মূলক বার্তা দিয়ে প্রচার।

    আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) তার আগের দিন থেকেই বৃক্ষ রোপন কর্মসূচি এবং সচেতনতা মূলক বার্তা দিয়ে প্রচারে আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার সদস্যরা। শনিবার আলিপুরদুয়ার শহরের বিভিন্ন জায়গায় তাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। প্ল্যাকার্ড হাতে দেখা যায় আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর এবং ভাইস চেয়ারম্যান মাম্পি অধিকারী কেও। এছাড়া উপস্থিত ছিলেন 6 নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর গার্গী তালুকদার এবং অন্যান্যরা। প্ল্যাকার্ড হাতে সচেতনতামূলক প্রচারের পাশাপাশি বৃক্ষ রোপন করেন চেয়ারম্যান প্রসেনজিৎ বাবু, বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments