More
    Homeঅনান্যKhardah Thana রেললাইনের রেলগেট বিকল, বিক্ষোভ চালকদের, ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশবাহিনী।

    Khardah Thana রেললাইনের রেলগেট বিকল, বিক্ষোভ চালকদের, ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশবাহিনী।

    Today Kolkata:- সোদপুর ৮ নম্বর রেলগেট দিয়ে বিটি রোড সহ বিভিন্ন এলাকার পণ্যবাহী লরি যাতায়াত করে, সেই রেলগেট আচমকাই খারাপ হয়ে যায়। রেলের তরফ থেকে কোনো রকম রেলগেট খারাপ হওয়ার বিজ্ঞপ্তি জারি না করার ফলে বহু পণ্যবাহী ট্রাক আটকে পড়ে। যার জেরে পণ্যবাহী ট্রাকের চালকেরা ব্যাপক বিক্ষোভ দেখায় রেলগেট চত্বরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খড়দহ থানার (Khardah Thana) পুলিশ মোতায়েন করা হয়। এলাকায় ঘটনার পরে রেলের তরফ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।

    Khardah Thana রেললাইনের রেলগেট বিকল, বিক্ষোভ চালকদের, ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশবাহিনী।

    Jathiya Thana কল্যাণী ব্যারাকপুর রাস্তার পাশে বোমা বিস্ফোরণ ঘটনাস্থলে জেঠিয়া থানার পুলিশ।

    Utsa Kar বাংলাদেশ সরকার স্বর্ণ আমদানির ওপর থেকে উত্স কর প্রত্যাহারের পরিকল্পনা করছে।

    Pukuriya Thana পুকুরিয়া থানার পরিচালনায় ৩ দিবসীয় ফুটবল খেলার আয়োজন করা হয়।

    MORE NEWS – মহা সাড়ম্বরের সহিত পালন হলো উত্তর কৃষ্ণপল্লী এলাকার।

    প্রতি বছরের ন্যায় এবছরও লোকনাথ বাবার তিরোধান দিবস (Locknath Baba Tirodhan Dibas) মহা সাড়ম্বরের সহিত পালন হলো উত্তর কৃষ্ণপল্লী এলাকার একটি ক্লাবে। ওই এলাকার যুবকবৃন্দ নামে একটি ক্লাব কর্তৃপক্ষ মূর্তি তুলে লোকনাথ বাবার তিরোধান দিবস পালন করেন। শুক্রবার দুপুরে ওই এলাকার পুজো মণ্ডপে ধুমধাম করে পূজিত হন বাবা লোকনাথ। রাতে সংশ্লিষ্ট ক্লাবের পক্ষ থেকে নরনারায়ন সেবার আয়োজন করা হয়েছে। এবারে ওই ক্লাবের লোকনাথ বাবার পূজার ২৫ তম বর্ষপূর্তি । কয়েক হাজার মানুষ এদিন রাতে পুজোর ভোগ সংগ্রহ করবেন বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। পাশাপাশি ঝলঝলিয়া লোকনাথ নাট্য সংস্থা উদ্যেগে মালদা শহরের ঝলঝলিয়া, CONTINUE READING

    MORE NEWS – আজ বিশ্ব সাইকেল দিবস পালন হল মালদায়।

    আজ বিশ্ব সাইকেল দিবস (World Bicycle Day)। একসময় সাইকেল ছিল মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। বর্তমান যুগে ডিজিটাল এর ব্যবহার বেড়েছে তবুও সাইকেল কে মাধ্যম করে আজও এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যোগাযোগ করে চলেছে। সাইকেল চালানো এবং পরিবেশ ঠিক রাখতে সাইকেলে চালানোর ভূমিকা কত যে গুরুত্বপূর্ণ তা আবারো বুঝাতে ভারত সরকারের অধীনস্থ যুব ও ক্রীড়া দপ্তর নেহেরু যুব কেন্দ্র ও নমামি গঙ্গা তত্ত্বাবধানে এই দিবস পালিত হল ইংলিশবাজার ব্লকের ইংলিশ বাজার গ্রাম উন্নয়ন সমিতির অফিসে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments