More
    Homeআন্তর্জাতিকUtsa Kar বাংলাদেশ সরকার স্বর্ণ আমদানির ওপর থেকে উত্স কর প্রত্যাহারের...

    Utsa Kar বাংলাদেশ সরকার স্বর্ণ আমদানির ওপর থেকে উত্স কর প্রত্যাহারের পরিকল্পনা করছে।

    Today Kolkata:- বৈধ পথে আমদানিকে উত্সাহিত করা এবং চোরাচালান বন্ধ করার জন্য বাংলাদেশ সরকার স্বর্ণ আমদানির ওপর থেকে উত্স কর (Utsa Kar) প্রত্যাহারের পরিকল্পনা করছে। বর্তমানে বাংলাদেশে স্বর্ণ আমদানি করলে ৫ শতাংশ উৎস কর দিতে হয়। বাংলাদেশে একজন আন্তর্জাতিক যাত্রী ২৩৪ গ্রাম বা ২০ ভরি সোনা নিজের সঙ্গে আনতে পারেন। আর সেজন্য প্রতি ভরির জন্য কর দিতে হয় দুই হাজার টাকা। অন্যদিকে একজন যাত্রী ১০০ গ্রাম পর্যন্ত সোনার গহনা শুল্কমুক্ত অবস্থায় আনতে পারেন। এর আগে, বাংলাদেশ সরকার প্রথম গোল্ড পলিসি-২০১৮ প্রণয়ন করে, যার লক্ষ্য ছিল স্বর্ণের আমদানি ও রপ্তানি বৃদ্ধি করা এবং বাংলাদেশের স্বর্ণ খাতকে একটি নিয়ন্ত্রক কাঠামোর মধ্যে নিয়ে আসার মাধ্যমে এর বাণিজ্যে স্বচ্ছতা নিশ্চিত করা। নীতিটি ২০১৮ সালের ২৯ শে অক্টোবর কার্যকর হয়েছিল।

    এই পদক্ষেপের ফলে কিছু বেসরকারি উদ্যোক্তা সরকারি নিয়ম ও প্রবিধানের সাথে সামঞ্জস্য রেখে সোনা আমদানি করতে আগ্রহী হয়েছিল। বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশে বছরে ৪০ টন পর্যন্ত স্বর্ণের চাহিদা রয়েছে। বেশিরভাগ চাহিদা চোরাই সোনা দ্বারা এবং বাকিগুলি পুনর্ব্যবহারযোগ্য সোনার মাধ্যমে পূরণ করা হয়। ২০২১ সালে বিশ্বব্যাপী গহনা বাজারের আকার ধরা হয়েছিল ২৪৯.০২ বিলিয়ন মার্কিন ডলার। এ বছর এই সংখ্যা ২৬৯.১৯ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। ২০২২ সাল থেকে ২০৩০ সাল পর্যন্ত ৮.৫% বার্ষিক বৃদ্ধির হারে ২০৩০ সালের মধ্যে বাজার হবে ৫১৮.৯০ বিলিয়ন ডলার।

    Utsa Kar বাংলাদেশ সরকার স্বর্ণ আমদানির ওপর থেকে উত্স কর প্রত্যাহারের পরিকল্পনা করছে।

    MORE NEWS – পুকুরিয়া থানার পরিচালনায় ৩ দিবসীয় ফুটবল খেলার আয়োজন করা হয়।

    মালদা জেলা পুলিশের উদ্যোগে ও পুকুরিয়া থানার (Pukuriya Thana) পরিচালনায় ৩ দিবসীয় ফুটবল খেলার আয়োজন করা হয়। পুকুরিয়া হাই স্কুল ময়দানে পুকুরিয়া থানার অন্তর্গত আটটি অঞ্চলের ফুটবলের দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আজ কোয়াটার ফাইনাল আগামীকাল সেমিফাইনাল এবং রবিবার দিন এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আজ পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী সম্প্রীতি ফুটবল খেলার সূচনা করেন। সেখানে উপস্থিত ছিলেন পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী এবং পুকুরিয়া থানার সমস্ত পুলিশ অফিসাররা, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments