More
    Homeঅনান্যJathiya Thana কল্যাণী ব্যারাকপুর রাস্তার পাশে বোমা বিস্ফোরণ ঘটনাস্থলে জেঠিয়া...

    Jathiya Thana কল্যাণী ব্যারাকপুর রাস্তার পাশে বোমা বিস্ফোরণ ঘটনাস্থলে জেঠিয়া থানার পুলিশ।

    নিজস্ব প্রতিনিধি:- ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর অন্তর্গত জেটিয়া থানার (Jathiya Thana) হালিশহর এলাকায় রাস্তার ধারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসের সম্প্রসারণের কাজ চলছে, সেই জন্য বিভিন্ন এলাকা থেকে মাটি এনে রাস্তার দুই ধারে ফেলা হচ্ছে, সেই মাটির উপরে আজ সকালে একটি বোমা বিস্ফোরণের শব্দ পায় কর্মরত শ্রমিকরা। যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি। জেটিয়া থানার পুলিশ ঘটনার তদন্ত করছে এবং সেই এলাকায় আর কোন বোমা রাখা আছে কিনা তাও তল্লাশি করে দেখছেন।

    Jathiya Thana কল্যাণী ব্যারাকপুর রাস্তার পাশে বোমা বিস্ফোরণ ঘটনাস্থলে জেঠিয়া থানার পুলিশ।

    MORE NEWS – উল্টোডাঙা উড়ালপুলের পথদুর্ঘটনা, আশঙ্কাজনক বাইক আরোহী।

    উল্টোডাঙা উড়ালপুলের বাইক দুর্ঘটনায় আহত বাইক আরোহী আশঙ্কাজনক অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। লেকটাউনের দিক থেকে বাইপাসের দিকে যাচ্ছিল বাইকটি এতটাই দ্রুত গতিতে যাচ্ছিল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ডিভাইডারে ধাক্কা মারে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুলিশের পক্ষ থেকে, CONTINUE READING

    MORE NEWS – পুকুরিয়া থানার পরিচালনায় ৩ দিবসীয় ফুটবল খেলার আয়োজন করা হয়।

    মালদা জেলা পুলিশের উদ্যোগে ও পুকুরিয়া থানার (Pukuriya Thana) পরিচালনায় ৩ দিবসীয় ফুটবল খেলার আয়োজন করা হয়। পুকুরিয়া হাই স্কুল ময়দানে পুকুরিয়া থানার অন্তর্গত আটটি অঞ্চলের ফুটবলের দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আজ কোয়াটার ফাইনাল আগামীকাল সেমিফাইনাল এবং রবিবার দিন এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আজ পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী সম্প্রীতি ফুটবল খেলার সূচনা করেন। সেখানে উপস্থিত ছিলেন পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী এবং পুকুরিয়া থানার সমস্ত পুলিশ অফিসাররা, CONTINUE READING

    MORE NEWS – আজ বিশ্ব সাইকেল দিবস পালন হল মালদায়।

    আজ বিশ্ব সাইকেল দিবস (World Bicycle Day)। একসময় সাইকেল ছিল মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। বর্তমান যুগে ডিজিটাল এর ব্যবহার বেড়েছে তবুও সাইকেল কে মাধ্যম করে আজও এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যোগাযোগ করে চলেছে। সাইকেল চালানো এবং পরিবেশ ঠিক রাখতে সাইকেলে চালানোর ভূমিকা কত যে গুরুত্বপূর্ণ তা আবারো বুঝাতে ভারত সরকারের অধীনস্থ যুব ও ক্রীড়া দপ্তর নেহেরু যুব কেন্দ্র ও নমামি গঙ্গা তত্ত্বাবধানে এই দিবস পালিত হল ইংলিশবাজার ব্লকের ইংলিশ বাজার গ্রাম উন্নয়ন সমিতির অফিসে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments