More
    HomeখবরPukuriya Thana পুকুরিয়া থানার পরিচালনায় ৩ দিবসীয় ফুটবল খেলার আয়োজন করা হয়।

    Pukuriya Thana পুকুরিয়া থানার পরিচালনায় ৩ দিবসীয় ফুটবল খেলার আয়োজন করা হয়।

    মালদাঃ- মালদা জেলা পুলিশের উদ্যোগে ও পুকুরিয়া থানার (Pukuriya Thana) পরিচালনায় ৩ দিবসীয় ফুটবল খেলার আয়োজন করা হয়। পুকুরিয়া হাই স্কুল ময়দানে পুকুরিয়া থানার অন্তর্গত আটটি অঞ্চলের ফুটবলের দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আজ কোয়াটার ফাইনাল আগামীকাল সেমিফাইনাল এবং রবিবার দিন এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আজ পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী সম্প্রীতি ফুটবল খেলার সূচনা করেন। সেখানে উপস্থিত ছিলেন পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী এবং পুকুরিয়া থানার সমস্ত পুলিশ অফিসাররা, ও ছিলেন সিভিক ভলেন্টিয়ার এরা। এবং এবং সেখানে উপস্থিত ছিলেন পুকুরিয়া থানার অফিসার সহ আরতি অঞ্চলের প্রধান এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ।

    Pukuriya Thana পুকুরিয়া থানার পরিচালনায় ৩ দিবসীয় ফুটবল খেলার আয়োজন করা হয়।

    MORE NEWS – অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের PF ও ESI টাকা আত্মসাতের অভিযোগ বেসরকারি সংস্থার বিরুদ্ধে।

    দীর্ঘ 17 মাসের বকেয়া P.F ও E.S.I এর প্রায় ত্রিশ লক্ষ টাকা না দেওয়ার অভিযোগে ধর্না অবস্থানে বারাসাত জেলা হাসপাতালে (Barasat Zilla Hospital) অস্থায়ী কর্মীরা। রাজ্য সরকার থেকে বরাদ্দ পিএফ এর টাকা আত্মসাৎ করেছে বেসরকারি সংস্থা বলে অভিযোগ, পাশাপাশি হাসপাতাল এর কাছে জেপিএফ ইএসআই জমার নথি দেওয়া হয়েছে সেটাও সম্পূর্ণরূপে এমনটাই দাবি বিক্ষোভকারীদের। তাদের দাবি অবিলম্বে ঠিকাদারি প্রথা প্রত্যাহার করে সমস্ত বকেয়া মিটিয়ে এই ঠিকা শ্রমিক দের বেতন সংক্রান্ত সমস্ত দায়িত্ব রাজ্য সরকার গ্রহণ করুক। CONTINUE READING

    MORE NEWS – পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে তেলচুরি শুরু হয়েছে।

    পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে (Purba Medinipur Pataspur) তেলচুরি শুরু হয়েছে, মদের কারবার শুরু হয়েছে, বেআইনি মদ বিক্রিতে তৃণমূলের পান্ডারা জড়িত, বেআইনি মদ বিক্রিতে পুলিশ পয়সা খাচ্ছে।
    প্রকাশ্য সভা মঞ্চ থেকে অকপটে স্বীকার করলেন করলেন আর কেউ নয় খোদ পূর্ব মেদিনীপুরে জেলার পটাশপুর ১ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পীযূষ কান্তি পন্ডা। তিনি সভা মঞ্চ থেকে আরো বলেন– পঞ্চায়েত ভোটের পুলিশ দিয়ে ভোট হয়েছিল আমরা জিতে ছিলাম, CONTINUE READING

    Bidhannagar Ultadanga উল্টোডাঙা উড়ালপুলের পথদুর্ঘটনা, আশঙ্কাজনক বাইক আরোহী।

    Locknath Baba Tirodhan Dibas মহা সাড়ম্বরের সহিত পালন হলো উত্তর কৃষ্ণপল্লী এলাকার।

    Agra Municipality ভাইস চেয়ারম্যানের নাম আগে থেকে ঘোষণা থাকা সত্ত্বেও হতে পারলো না জয়ন্ত সাউ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments