More
    HomeখবরPurba Medinipur Pataspur পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে তেলচুরি শুরু হয়েছে।

    Purba Medinipur Pataspur পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে তেলচুরি শুরু হয়েছে।

    Today Kolkata:- পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে (Purba Medinipur Pataspur) তেলচুরি শুরু হয়েছে, মদের কারবার শুরু হয়েছে, বেআইনি মদ বিক্রিতে তৃণমূলের পান্ডারা জড়িত, বেআইনি মদ বিক্রিতে পুলিশ পয়সা খাচ্ছে।
    প্রকাশ্য সভা মঞ্চ থেকে অকপটে স্বীকার করলেন করলেন আর কেউ নয় খোদ পূর্ব মেদিনীপুরে জেলার পটাশপুর ১ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পীযূষ কান্তি পন্ডা। তিনি সভা মঞ্চ থেকে আরো বলেন– পঞ্চায়েত ভোটের পুলিশ দিয়ে ভোট হয়েছিল আমরা জিতে ছিলাম, 2021 এর ভোটে পুলিশ আর কেন্দ্র বাহিনী দিয়ে ভোট হল আমরা হারলাম। আমাদের লোক আমাদের হারিয়েছে। দলীয় কার্যালয় হলো মন্দির ওখানে বসে মদ খাবেন না।

    তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার তৃণমূল নেতাকর্মীদের এমনই নির্দেশ দিলেন এলাকার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি। প্রসঙ্গত, পটাশপুর ১ ব্লকের গোয়ালদা বুথে তৃণমূলের নতুন দলীয় কার্যালয়ে উদ্বোধন হয়। উদ্বোধন করেন বিধায়ক উত্তম বারিক। উদ্বোধন শেষে একটি সভা হয় ওই সভা মঞ্চ থেকেই তিনি এমনই মন্তব্য করেন। সভামঞ্চে উপস্থিত ছিলেন বিধায় উত্তম বারিক। খোদ পঞ্চায়েত সমিতির সহসভাপতি এমন মন্তব্য জানিয়ে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে পটাশপুর জুড়ে।

    Purba Medinipur Pataspur পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে তেলচুরি শুরু হয়েছে।

    MORE NEWS – উচ্চ মাধ্যমিক স্তরে মাদ্রাসার পরীক্ষায় রাজ্যে শীর্ষস্থান অধিকার করেছে ছাত্র মহম্মদ আলকামা।

    মালদাঃ- বাবা পেশায় কৃষক। মা বাড়িতেই বিড়ি বাঁধার কাজের সঙ্গে যুক্ত। অভাবের সংসারে এবারে উচ্চ মাধ্যমিক স্তরে মাদ্রাসার পরীক্ষায় রাজ্যে শীর্ষস্থান অধিকার করেছে ছাত্র মহম্মদ আলকামা। মাদ্রাসার পরীক্ষায় রাজ্য সেরা হওয়ার খবরের পর আলকামার বাড়িতে এখন অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে শিক্ষক, বিভিন্ন সংস্থা থেকে বিশিষ্টজনেরা ভিড় করছেন। মালদার মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুরের সুকুরদিটোলা গ্রামের বাসিন্দা আলকামা এবারের পরীক্ষায় ৬০০’র মধ্যে ৫৫৫ নম্বর পেয়ে রাজ্যস্তরে প্রথম স্থান দখল করেছে। CONTINUE READIG

    Chandrakona Gramin Hospital সিজার পরিষেবা চালু হল চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে।

    Mamata Banerjee পুরুলিয়া জেলার প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে সরব হয়েছেন।

    Harischandrapur Thana গোপন সূত্রে অভিযান চালিয়ে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

    Chandrakona Assembly চন্দ্রকোনা বিধানসভার লক্ষ্মীপুর নং গ্রাম পঞ্চায়েত যাওয়ার প্রধান রাস্তার বেহাল দশা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments