More
    Homeঅনান্যHabibpur Thana বেআইনি ফেনসিডিল সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল হবিবপুর থানার...

    Habibpur Thana বেআইনি ফেনসিডিল সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল হবিবপুর থানার পুলিশ।

    মালদাঃ- বেআইনি ফেনসিডিল সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল হবিবপুর থানার পুলিশ (Habibpur Thana)। ঘটনাটি ঘটেছে বুধবার মালদহের হবিবপুর থানা এলাকায়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, গোপন সুত্রের খবরের ভিত্তিতে ফেনসিডিল পাচারকারীকে আটক কর হয়। পুলিশ গতকাল গোপন সুত্রে খবর পেয়ে শ্রীরামপুর অঞ্চল এলাকায় ওই ব্যাক্তি কে আটক করে তল্ল্যাশি চালালে তার কাছ থেকে উদ্ধার হয় প্রায়৪০ বোতল ফেনসিডিল ধৃত ওই ব্যাক্তিকে আটক করে হবিবপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ওই ব্যক্তির নাম, কৃষ্ণ মন্ডল(গোবিন্দ), পুলিশ জানতে পেরেছে ফেনসিডিল গুলি নিয়ে বাংলাদেশ পাচারের উদ্দ্যেশ্যে যাচ্ছিলেন। আজ তাকে মালদা জেলা আদালতে পেশ করে বলে জানাগেছে।

    Habibpur Thana বেআইনি ফেনসিডিল সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল হবিবপুর থানার পুলিশ।

    MORE NEWS – TMC সংখ্যালঘু থেকে সাধারণ দলীয় কর্মীদের নিয়ে মালদায় তৃণমূলের মহামিছিল অনুষ্ঠিত হলো।

    মালদা, ১জুন:-  আদিবাসী তৃণমূল কর্মী (TMC) – সমর্থক থেকে মতুয়া সম্প্রদায়, শিক্ষক মহল,  সংখ্যালঘু থেকে সাধারণ দলীয় কর্মীদের নিয়ে মালদায় তৃণমূলের (TMC) মহামিছিল অনুষ্ঠিত হলো। রাজ্য সরকারের ১১ বছর ক্ষমতায় থাকা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নমূলক কর্মসূচির জয় গান  এদিনের এই মহা মিছিলের মাধ্যমে তুলে ধরা হয়। পাশাপাশি কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে মালদা শহরে জেলা তৃণমূলের (TMC) এই মহা মিছিল অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে মালদা কলেজ মাঠ থেকে কয়েক হাজার কর্মী-সমর্থকদের উপস্থিতিতে শুরু হয়, CONTINUE READING

    MORE NEWS – মদ্যপ অবস্থায় থানার সামনেই গায়ে কেরোসিন তেল ঢেলে আত্নহত্যার চেষ্টা করলেন এক ডাব বিক্রেতা।

    মালদাঃ- মদ্যপ অবস্থায় থানার সামনেই গায়ে কেরোসিন তেল ঢেলে আত্নহত্যার চেষ্টা করলেন এক ডাব বিক্রেতা। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার সামনে বুধবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যুবকের আর্ত চিৎকার শুনে থানা থেকে বেরিয়ে আসেন পুলিশকর্মী ও আইসি নিজেও। গায়ে কম্বল জড়িয়ে ডাব বিক্রেতাকে বাঁচানোর চেষ্টা করেন। ততক্ষণে ওই ডাব বিক্রেতার শরীরর ৭৫ শতাংশ পুড়ে যায়। আইসি নিজেই টোটো ডেকে ওই ডাব বিক্রেতাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সঙ্গে সঙ্গেই, CONTINUE READING

    WB health department আগামী ২০২৪ সালের মধ্যে যক্ষামুক্ত বাংলা গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments