More
    Homeঅনান্যWB health department আগামী ২০২৪ সালের মধ্যে যক্ষামুক্ত বাংলা গড়ার লক্ষ্য নিয়ে...

    WB health department আগামী ২০২৪ সালের মধ্যে যক্ষামুক্ত বাংলা গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে।

    পূর্ব মেদিনীপুর:– পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্দোগে জেলা স্বাস্থ্য দপ্তর ও প্রানী সম্পদ দপ্তরের ব‍্যবস্থাপনায় যক্ষ্মা রোগীদের চারা গাছ ও মুরগির ছানা তুলে দেওয়া হয়। এইদিন ৮৪ জন যক্ষ্মা রোগীর হাতে এই চারা গাছ ও মুরগির ছানা তুলে দেওয়া হয়। এদিনের এই কমসূচীতে উপস্থিত ছিলেন STO ডঃ বরুন সাঁতরা, ADM জেলা পরিষদ ও স্বাস্থ্য শ্বেতা আগরওয়াল, CMOH বিভাস রায়, সহকারী সভাপতি সেখ সুফিয়ান, ADCE অচিন মাজী, বিধায়ক বিপ্লব রায়চৌধুরী, বিডিও তাপস হাজরা, পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না, জেলা পরিষদের মেন্টর অসিত ব্যানার্জী সহ অনান‍্য অতিথিবৃন্দ। এদিন জানানো হয় দিনকেদিন যক্ষা রোগীর সংখ্যা কমছে।

    সেই নিরিখে এই মুহুর্তে কোলাঘাটে ৮৪ জন যক্ষা আক্রান্ত রোগী আছে এবং তাদের চিকিৎসাও চলছে। সারা দেশে ৮ টি জেলা যক্ষা কম আক্রান্তের নিরিখে পুরস্কৃত করা হয়।তারমধ্যে পশ্চিম বঙ্গের একমাত্র জেলা পূর্ব মেদিনীপুর পুরস্কার পায়। এই অনুষ্ঠানে আধিকারিকেরা জানান, রাজ্যোর যক্ষা আক্রান্তের সংখ্যা কমিয়ে আনতে হবে। আগামী ২০২৪ সালের মধ্যে যক্ষামুক্ত বাংলা গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে রাজ্য স্বাস্থ্যদপ্তর (WB health department)।

    WB health department আগামী ২০২৪ সালের মধ্যে যক্ষামুক্ত বাংলা গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে।

    MORE NEWS – Chandrakona Gramin Hospital সিজার পরিষেবা চালু হল চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে।

    Today Kolkata:- পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের (Chandrakona Gramin Hospital) ঘটনা। দীর্ঘ প্রায় সাড়ে তিনবছর পর চন্দ্রকোনা গ্রামীন হাসপাতালের অপারেশন থিয়েটারের দরজা খুললো এবং এদিনই এক প্রসূতি মহিলার সিজারের মাধ্যমে সন্তান জন্ম দিলো ওই হাসপাতালেই।পুনরায় হাসপাতালের অপারেশন থিয়েটার চালু হওয়ায় এবং সফল ভাবে প্রসূতির সিজারের মাধ্যমে সন্তান প্রসবে খুশি খুশি দুরদুরান্ত থেকে আসা রোগীর পরিজনেরা, ও হাসপাতালে চিকিৎসক থেকে নার্সরা। গড়বেতা ফতেগঞ্জ গ্রামের, CONTINUE READING

    মদ্যপ অবস্থায় থানার সামনেই গায়ে কেরোসিন তেল ঢেলে আত্নহত্যার চেষ্টা করলেন এক ডাব বিক্রেতা।

    Vidyasagar University ছাত্রছাত্রীদের WBCS এবং IAS প্রশিক্ষণ দেওয়া শুরু করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।

    Janoni Prokolpo স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতা নিয়ে বিধায়ক এলাকায় চালু হলো ‘জননী’ প্রকল্প।

    Malda Krishnapally এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা শহরে।

    IPL আই ই পি এলে চলছে রমরমিয়ে জুয়া, গুপ্ত ভাবে চলছে বেটিং।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments