More
    Homeঅনান্যMalda Krishnapally এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো...

    Malda Krishnapally এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা শহরে।

    মালদা, ১ জুন:- রেল লাইনের ধারে টিনের সেড দেওয়া একটি পরিতক্ত বাড়ি বাইরে থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের কৃষ্ণপল্লী (Malda Krishnapally) এলাকায়। বুধবার সকালে ওই ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করে ইংরেজবাজার থানার পুলিশ। তবে যেভাবে ওই ব্যক্তির গলায় ফাঁস লাগানো অবস্থায় দেহটি ঝুলেছিল তাতে স্থানীয় বাসিন্দারা এটিকে আত্মহত্যা নয়, খুন করে ছড়িয়ে দেওয়ার আশঙ্কা করছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪০ থেকে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় জানা যায় নি। মালদা মেডিকেল কলেজের বিপরীতে রেল লাইনের ধারে কৃষ্ণপল্লী এলাকার একটি ঝুপড়ির চালের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো ছিল অজ্ঞাত ওই ব্যক্তির। আশেপাশের লোকজন ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেন নি। তবে এটা খুন না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্টের পরই পরিষ্কার করে জানাতে পারবে তদন্তকারী পুলিশ কর্তারা বলে জানিয়েছেন। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।

    Malda Krishnapally এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা শহরে।

    MORE NEWS – Harischandrapur Thana গোপন সূত্রে অভিযান চালিয়ে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

    মালদা, ৩১মে:- গোপন সূত্রে অভিযান চালিয়ে দুটি পিস্তল ও ছয়টি কার্তুজ সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ (Harischandrapur Thana)। জানা যায় সোমবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ভালুকা গ্রাম পঞ্চায়েতের বোরনাহি এলাকায় হরিশ্চন্দ্রপুর অভিযান চালিয়ে সন্দেহজনক দুই ব্যক্তিকে গ্রেফতার করতেই চক্ষু চড়কগাছ।তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপগান, একটি সেভেন এমএম পিস্তল এবং ছয় রাউন্ড কার্তুজ। CONTINUE READING

    MORE NEWS – Mamata Banerjee পুরুলিয়া জেলার প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে সরব হয়েছেন।

    মালদা:- এক দিকে যেখানে পুরুলিয়া জেলার প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে সরব হয়েছেন সেখানেই মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে আবার ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে বেআইনি ভাবে এবং অর্থের বিনিময় পাট্টা জমি হস্তান্তর করার অভিযোগ উঠল। হরিশ্চন্দ্রপুর এলাকার এক গ্রামের এক পাট্টায় পাওয়া বৃদ্ধের কাছ থেকে জোরপূর্বক মারধর করে জমি কেড়ে নেওয়ার অভিযোগ উঠল এলাকার তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনার জেরে আহত বৃদ্ধকে আশঙ্কাজনক অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments