More
    Homeঅনান্যJalpaiguri town station দীর্ঘ প্রতীক্ষার অবসান, জলপাইগুড়ি টাউন স্টেশন ছুঁয়ে বাংলাদেশ ছুটে...

    Jalpaiguri town station দীর্ঘ প্রতীক্ষার অবসান, জলপাইগুড়ি টাউন স্টেশন ছুঁয়ে বাংলাদেশ ছুটে গেলো মিতালি এক্সপ্রেস।

    জলপাইগুড়ি:- দীর্ঘ প্রতীক্ষার অবসান, জলপাইগুড়ি টাউন স্টেশন (Jalpaiguri town station) ছুঁয়ে বাংলাদেশ ছুটে গেলো মিতালি এক্সপ্রেস, স্টপেজের দাবী জানালো নাগরিক মঞ্চ। বুধবার সকাল দশটা অন্যান্য দিনের তুলনায় জলপাইগুড়ি টাউন স্টেশনের দুপাশে উৎসাহী জনতার ভিড়। কারণ দীর্ঘ কয়েক দশক পর জলপাইগুড়ির মাটি ছুঁয়ে রেল যাত্রা করবে প্রতিবেশি দেশ বাংলাদেশের উদ্দেশ্যে। স্টেশনের দু নম্বর লাইন থেকে সাধারণ মানুষকে দূরে সরে থাকার বার্তা দেওয়া হলো, এরপরেই আনুমানিক ঘন্টায় ৯০কিলোমিটার বেগে ছুটে গেলো সুসজ্জিত মিতালি এক্সপ্রেস। যদিও এই ঐতিহ্যবাহী টাউন স্টেশনে স্টপেজ নেই। আর এই স্টোপেজের দাবিতে যাত্রা শুরুর দিন দাবী জানালো জলপাইগুড়ি নাগরিক মঞ্চ। এই প্রসঙ্গে গোবিন্দ রায়, জানান, এক সময় ট্রেনে চড়ে নেতাজি সুভাষ চন্দ্র বসু নেমে ছিলেন এই স্টেশনে, আমরা মিতালি এক্সপ্রেস ট্রেনের শুভকামনা করার পাশাপাশি ভারত বাংলাদেশের মধ্যে আজ থেকে শুরু হওয়া এই ট্রেনের স্টোপেজ দাবী করছি।

    Jalpaiguri town station দীর্ঘ প্রতীক্ষার অবসান, জলপাইগুড়ি টাউন স্টেশন ছুঁয়ে বাংলাদেশ ছুটে গেলো মিতালি এক্সপ্রেস।

    MORE NEWS – Duare Sarkar একতারা পঞ্চায়েতে দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণ মানুষের ভিড়।

    Today Kolkata:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় ২১শে মে ২০২২ থেকে পুনরায় চতুর্থ পর্বের আবারও শুরু হলো দুয়ারে সরকার (Duare Sarkar)। সারা রাজ্যের পাশাপাশি মগরাহাট ১ব্লক একতারা পঞ্চায়েতের অন্তর্গত সরাচি অম্বিকাচরণ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar)। এদিন এই দুয়ারে সরকারে ক্যাম্পে পরিদর্শন করেন এস ডিও অঞ্জন ঘোষ, বিধায়ক মগরাহাট পশ্চিম গিয়াস উদ্দিন মোল্লা, বি ডিও ফতেমা কাওসার, মগরাহাট ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মিনুফা বেগম, ব্লক১ পঞ্চায়েত সমিতির সহসভাপতি মানবেন্দ্র মন্ডল, ডেপুটি ম্যাজিস্ট্রেট অতুল ঘোষ,  CONTINUE READING

    MORE NEWS – Mamata Banerjee পুরুলিয়া জেলার প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে সরব হয়েছেন।

    মালদা:- এক দিকে যেখানে পুরুলিয়া জেলার প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে সরব হয়েছেন সেখানেই মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে আবার ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে বেআইনি ভাবে এবং অর্থের বিনিময় পাট্টা জমি হস্তান্তর করার অভিযোগ উঠল। হরিশ্চন্দ্রপুর এলাকার এক গ্রামের এক পাট্টায় পাওয়া বৃদ্ধের কাছ থেকে জোরপূর্বক মারধর করে জমি কেড়ে নেওয়ার অভিযোগ উঠল এলাকার তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনার জেরে আহত বৃদ্ধকে আশঙ্কাজনক অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments