More
    Homeঅনান্যDuare Sarkar একতারা পঞ্চায়েতে দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণ মানুষের ভিড়।

    Duare Sarkar একতারা পঞ্চায়েতে দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণ মানুষের ভিড়।

    Today Kolkata:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় ২১শে মে ২০২২ থেকে পুনরায় চতুর্থ পর্বের আবারও শুরু হলো দুয়ারে সরকার (Duare Sarkar)। সারা রাজ্যের পাশাপাশি মগরাহাট ১ব্লক একতারা পঞ্চায়েতের অন্তর্গত সরাচি অম্বিকাচরণ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar)। এদিন এই দুয়ারে সরকারে ক্যাম্পে পরিদর্শন করেন এস ডিও অঞ্জন ঘোষ, বিধায়ক মগরাহাট পশ্চিম গিয়াস উদ্দিন মোল্লা, বি ডিও ফতেমা কাওসার, মগরাহাট ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মিনুফা বেগম, ব্লক১ পঞ্চায়েত সমিতির সহসভাপতি মানবেন্দ্র মন্ডল, ডেপুটি ম্যাজিস্ট্রেট অতুল ঘোষ, জেলা পরিষদ সদস্য মুজিবর রহমান মোল্লা, একতারা অঞ্চলের সভাপতি ফেলুরাম হালদার, পঞ্চায়েত প্রধান মৌসুমী হালদার, অমলেন্দু ঘাটা, উপপ্রধান সম্ভুনাথ হালদার সহ গ্রাম পঞ্চায়েতের সকল আধিকারিকরা।

    লক্ষীর ভন্ডার, স্বাস্থ্য সাথী, ডিজিটাল রেশন কার্ড সহ ১৪ টি পরিসেবা নেওয়ার জন্য পঞ্চায়েতের বিভিন্ন বুথের মানুষের উপস্থিতি ছিল চোখে পরার মত। এবং রাজ্য সরকারের সরকারি সকল প্রকল্প কে ট্যাবলোর মাধ্যমে তুলে ধরে প্রচার করা হয়। এসডিও অঞ্জন ঘোষ বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় সারা রাজ্যের মানুষের সুবিধার্তে এই দুয়ারে সরকার ক্যাম্প। পাশাপাশি এই ক্যাম্পে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়, সাথে বাউল গান, নানারক নিত্য অনুষ্ঠান, এছাড়াও মহিলাদের জন্য অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে। বিভিন্ন সরকারি প্রকল্পের দুয়ারে সরকার কর্মসূচির সাথে এক বিশেষ মাত্রা এনে দেয় এদিন।

    Duare Sarkar একতারা পঞ্চায়েতে দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণ মানুষের ভিড়।

    MORE NEWS – Chandannagar Police হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে দুস্ত ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রিতে কোচিং।

    Today Kolkata:- এবার দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনা দায়িত্ব নিজেদের হাতে তুলে নিল পুলিশ।হুগলির চন্দননগর পুলিশ (Chandannagar Police) কমিশনারেটের উদ্যোগে চন্দননগর পুলিশ কমিশনার এর অন্তর্গত বিভিন্ন এলাকায় দুস্ত ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রিতে কোচিং ক্যাম্পের আয়োজন করা হয়। সপ্তাহে তিনদিন করে নিজেদের কাজের পরে অতিরিক্ত সময় দেওয়া হবে দুষ্ট ছেলে মেয়েদের জন্য ফ্রিতে কোচিং ক্যাম্প করানোর উদ্দেশ্যে। এই কোচিং ক্যাম্পে শিক্ষক হিসেবে নিয়োজিত থাকবেন বিভিন্ন থানার অফিসারেরা, তারা যে যেই বিষয়ে পারদর্শী সে সেই বিষয়ে কোচিন করাবেন।ফলে পুলিশের সাথে মানুষের সম্পর্ক আরো সুদৃঢ় হবে এমন টাই জানাচ্ছেন ওয়াকিবহাল মহল। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments