More
    Homeঅনান্যChandannagar Police হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে দুস্ত ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রিতে কোচিং।

    Chandannagar Police হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে দুস্ত ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রিতে কোচিং।

    Today Kolkata:- এবার দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনা দায়িত্ব নিজেদের হাতে তুলে নিল পুলিশ।হুগলির চন্দননগর পুলিশ (Chandannagar Police) কমিশনারেটের উদ্যোগে চন্দননগর পুলিশ কমিশনার এর অন্তর্গত বিভিন্ন এলাকায় দুস্ত ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রিতে কোচিং ক্যাম্পের আয়োজন করা হয়। সপ্তাহে তিনদিন করে নিজেদের কাজের পরে অতিরিক্ত সময় দেওয়া হবে দুষ্ট ছেলে মেয়েদের জন্য ফ্রিতে কোচিং ক্যাম্প করানোর উদ্দেশ্যে। এই কোচিং ক্যাম্পে শিক্ষক হিসেবে নিয়োজিত থাকবেন বিভিন্ন থানার অফিসারেরা, তারা যে যেই বিষয়ে পারদর্শী সে সেই বিষয়ে কোচিন করাবেন।ফলে পুলিশের সাথে মানুষের সম্পর্ক আরো সুদৃঢ় হবে এমন টাই জানাচ্ছেন ওয়াকিবহাল মহল।রবিবার হুগলির কানাইপুরের ১২জীবিতে একটি ক্লাবে উত্তর পাড়া থানার উদ্যোগে ও রিষড়া থানার উদ্যোগে রিষড়ায় পঞ্চায়েত এলাকায় এই কোচিং ক্যাম্পের উদ্বোধন করা হয় চন্দননগর পুলিশ কমিশনারেটের স্পর্শ নামক এই উদ্যোগ নজর কেড়েছে নেটিজেনদের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেট অর্ণব ঘোষ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

    Chandannagar Police হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে দুস্ত ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রিতে কোচিং।

    MORE NEWS – Table Tannis শিল্প শহরে টেবিল টেনিস টুর্নামেন্ট উদ্বোধনে, ডেপুটি চেয়ারম্যান একে মেহরা।

    Today Kolkata:- পূর্ব মেদিনীপুর জেলা শিল্প শহর বন্দর গেস্ট হাউস চলতি মাসে  ৩০ ও ৩১ এবং জুন মাসের ১ তারিখ ২০২২, এই তিন দিন ধরে সারা ভারত মেজর পোর্টের টেবিল টেনিস (Table Tannis) টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের উদ্বোধন করেন হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান শ্রী অমল কুমার মেহেরা। ৩০ মে সোমবার  সকাল ৯ টায় হলদিয়া বন্দরের গেস্ট হাউস টেবিল টেনিস (Table Tannis) টুর্নামেন্টের উদ্বোধন হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিভিন্ন বন্দর পোর্ট তেমন মুম্বাই পোর্ট, বিশাখাপত্তনম পোর্ট, CONTINUE READING

    MORE NEWS – Pathoshree Prokolpo নিজেদের উদ্যোগে চাঁদা তুলে রাস্তা সারাইয়ে হাত লাগাল স্থানীয় গ্রামবাসীরা।

    Today Kolkata:- বর্তমান রাজ্য সরকার পথশ্রী প্রকল্প (Pathoshree Prokolpo) চালু করলেও আজ পর্যন্ত হল না ঢালাই রাস্তা। বার বার ওই গ্রামেরই গ্রাম প্রধানকে জানিয়েও কোনো কাজ হয়নি। যান চলাচল সহ পথচলতি মানুষদের রাস্তা যেন জল কাদায় মাখামাখি হয়ে পথ চলার অযোগ্য হয়ে রয়েছে দীর্ঘদিন যাবৎ। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার নস্করদিঘী থেকে শীমূলহান্ডা পর্যন্ত দীর্ঘ প্রায় ২কিলোমিটার রাস্তা এতটাই বেহাল যে সাইকেল বা মোটরসাইকেল আরোহীদের পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, দুর্ঘটনাও ঘটেছে বেশ কয়েকবার, উল্টেছে টোটো, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments