More
    HomeখবরCBI ভোট পরবর্তী হিংসার মামলায় দুর্গাপুরে সিবিআই এর অস্থায়ী দফতরে হাজিরা...

    CBI ভোট পরবর্তী হিংসার মামলায় দুর্গাপুরে সিবিআই এর অস্থায়ী দফতরে হাজিরা দিলেন তৃণমূলের একাধিক নেতা৷

    Today Kolkata:- ভোট পরবর্তী হিংসার মামলায় দুর্গাপুরে সিবিআই (CBI)এর অস্থায়ী দফতরে হাজিরা দিলেন তৃণমূলের একাধিক নেতা রবিবার রাতে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানো হয়৷ যে তালিকায় রয়েছেন, পূর্ব বর্ধমানের আউশগ্রাম ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি অরূপ মিদ্যা-সহ 5 তৃণমূল নেতা৷ এ দিন সকালে দুর্গাপুর এনআইআইটি-তে সিবিআই এর অস্থায়ী দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হাজিরা দিয়েছেন তাঁরা৷ অরূপ মিদ্যা ছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে, বীরভূমের মহম্মদ বাজারের তৃণমূল সভাপতি তাপস সিনহাকে৷ এছাড়াও ব্লকস্তরের বেশ কয়েকজন তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে৷ সিবিআই সূত্রে খবর, তাঁদের সবার বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার মামলায় অভিযোগ রয়েছে৷

    সেই নিয়েই তদন্তের স্বার্থে ওই তৃণমূল নেতাদের জিজ্ঞাসাবাদ করা হবে৷ ভোট পরবর্তী হিংসার মামলায় তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে ইতিমধ্যে একদফায় জিজ্ঞাসাবাজদ করেছে সিবিআই৷ তাঁকে এই মামলায় ফের তলব করা হলেও, তিনি অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন৷ এ বার অনুব্রতর দায়িত্বপ্রাপ্ত দুর্গাপুর এবং তাঁর নিজের জেলার তৃণমূল নেতাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ যা নিয়ে তৃণমূল নেতৃত্বের তরফে অভিযোগ করা হয়েছে, চক্রান্ত করে মিথ্যে মামলায় তৃণমূলের নেতাদের ফাঁসাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার৷ ইতিমধ্যে এই মামলায় একাধিক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে সিবিআই৷

    CBI ভোট পরবর্তী হিংসার মামলায় দুর্গাপুরে সিবিআই এর অস্থায়ী দফতরে হাজিরা দিলেন তৃণমূলের একাধিক নেতা৷

    MORE NEWS – Pathoshree Prokolpo নিজেদের উদ্যোগে চাঁদা তুলে রাস্তা সারাইয়ে হাত লাগাল স্থানীয় গ্রামবাসীরা।

    Today Kolkata:- বর্তমান রাজ্য সরকার পথশ্রী প্রকল্প (Pathoshree Prokolpo) চালু করলেও আজ পর্যন্ত হল না ঢালাই রাস্তা। বার বার ওই গ্রামেরই গ্রাম প্রধানকে জানিয়েও কোনো কাজ হয়নি। যান চলাচল সহ পথচলতি মানুষদের রাস্তা যেন জল কাদায় মাখামাখি হয়ে পথ চলার অযোগ্য হয়ে রয়েছে দীর্ঘদিন যাবৎ। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার নস্করদিঘী থেকে শীমূলহান্ডা পর্যন্ত দীর্ঘ প্রায় ২কিলোমিটার রাস্তা এতটাই বেহাল যে সাইকেল বা মোটরসাইকেল আরোহীদের পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, দুর্ঘটনাও ঘটেছে বেশ কয়েকবার, উল্টেছে টোটো, পড়েছে সাইকেল মোটরসাইকেল আরোহীরা। CONTINUE READING

    হারিয়ে যাওয়া শিল্পীদের ফিরিয়ে আনতে সরিষা হাই স্কুলের সাংস্কৃতিক মঞ্চে যাত্রা উৎসব।

    Bhatpara সাংসদের শুভ কামনায় লাড্ডু বিতরণ, ভাটপাড়ার প্রাক্তন পুরপ্রধান গোপাল রাউতের।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments