More
    HomeখবরChandrakona Assembly চন্দ্রকোনা বিধানসভার লক্ষ্মীপুর নং গ্রাম পঞ্চায়েত যাওয়ার প্রধান রাস্তার বেহাল...

    Chandrakona Assembly চন্দ্রকোনা বিধানসভার লক্ষ্মীপুর নং গ্রাম পঞ্চায়েত যাওয়ার প্রধান রাস্তার বেহাল দশা।

    Today Kolkata:- চন্দ্রকোনা বিধানসভার (Chandrakona Assembly) লক্ষ্মীপুর নং গ্রাম পঞ্চায়েত যাওয়ার প্রধান রাস্তার বেহাল দশা । প্রতিনিয়ত দুর্ভোগ মাথায় জলকাদা অতিক্রম করেই এই রাস্তা দিয়ে চলাচল করছেন এলাকার সাধারণ মানুষ ও পথচারীরা, দীর্ঘ প্রায় সাত থেকে আট মাস ধরে এ রাস্তার বেহাল দশাকিন্তু তাতেও পঞ্চায়েত বা প্রশাসনের কোনও ভ্রূক্ষেপ নেই। স্থানীয় এলাকার বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা থাকলেও নজর দিচ্ছে না প্রশাসন ও পঞ্চায়েত, ওই গ্রাম পঞ্চায়েত এলাকার অন্যান্য সমস্ত গ্রামের প্রধান রাস্তা পিচ এবং গ্রামের ভিতরের রাস্তা ঢালাই হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত খোদ লক্ষ্মীপুর 1 নং গ্রাম পঞ্চায়েতের সামনের রাস্তার কোনও কাজই হয়নি!

    বিগত সাত থেকে আট মাস ধরেই নজর দিচ্ছে না কেউই। প্রসঙ্গত বেশ কয়েক মাস আগে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শংকর প্রসাদ চৌধুরী অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছিলেন ” 2018 সালের 23 শে সেপ্টেম্বর আমরা যখন বোর্ডে আসি বোর্ডে সিদ্ধান্ত নিয়েছিল ওই অঞ্চলের 39 টি গ্রামের মধ্যে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে যে যুবক যুবতীরা 1 থেকে 10 এর মধ্যে রেঙ্কক করে তার নিজের নাম এবং গ্রাম পঞ্চায়েতের নাম উজ্জ্বল করবে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওই সমস্ত ছাত্র-ছাত্রীদের চলার পথ কংক্রিটের তৈরি করার কথা বলেছিলেন। স্থানীয়রা জানান পঞ্চায়েতের তরফ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য কংক্রিটের রাস্তা তৈরি করা হচ্ছে তার জন্য পঞ্চায়েত কে অনেকেই সাধুবাদ জানিয়েছেন , কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে পঞ্চায়েত অফিসের সামনের রাস্তায় খারাপ নজর দিচ্ছে না পঞ্চায়েতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

    Chandrakona Assembly চন্দ্রকোনা বিধানসভার লক্ষ্মীপুর নং গ্রাম পঞ্চায়েত যাওয়ার প্রধান রাস্তার বেহাল দশা।

    Chandannagar Police হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে দুস্ত ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রিতে কোচিং।

    CBI ভোট পরবর্তী হিংসার মামলায় দুর্গাপুরে সিবিআই এর অস্থায়ী দফতরে হাজিরা দিলেন তৃণমূলের একাধিক নেতা৷

    ওই রাস্তা দিয়ে স্কুল কলেজ ছাত্র ছাত্রী ছাড়াও কয়েকটি সাধারণ মানুষের যাতায়াত অসুবিধায় পড়তে হচ্ছে সকলকেই। পঞ্চায়েতের কাছে স্থানীয়দের আবেদন রাস্তা যাতে দ্রুত তাড়াতাড়ি মেরামতের কাজ শুরু করা হয়। অপরদিকে পঞ্চায়েত প্রধান উমা হাজরা সাধারণ মানুষের অসুবিধার কথা স্বীকার করেই তিনি জানান , আমরা জেলা পরিষদে সমস্ত বিষয় টা জানিয়েছি ,জেলা পরিষদ থেকে পাস হয়েছে , আশা করছি খুব তাড়াতাড়ি রাস্তা মেরামতের কাজ শুরু করা হবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments