More
    Homeঅনান্যJob Card এর টাকা গরিব মানুষেরা পাচ্ছে না এরই বঞ্চনার বিরুদ্ধে ডাক...

    Job Card এর টাকা গরিব মানুষেরা পাচ্ছে না এরই বঞ্চনার বিরুদ্ধে ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    Today Kolkata:- Job Card একশো দিনের কাজের টাকা গরিব মানুষেরা পাচ্ছে না এরই বঞ্চনার বিরুদ্ধে এবার দিল্লি চল অভিযানের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজ খড়গপুরে প্রাতঃভ্রমণ ও চা চক্রে যোগ দিয়ে দিলীপ ঘোষ বলেন।আমরাও দিল্লিতে গিয়ে বলছি আগে হিসাব নিন, তারপরে টাকা দিন।কারণ গরিব মানুষ পাচ্ছে না অথচ কেন্দ্র থেকে আসছে হাজার হাজার কোটি টাকা এখানে।এছাড়াও তিনি বলেন একটা লংমার্চ করতে পারেন এখান থেকে দিল্লি পর্যন্ত, ওনারা হাঁটতে হাঁটতে যাবেন আর আমরা মাঝখানে জল খাবাও। সবচেয়ে বেশি টাকা এখানে পায়, আর সবচেয়ে লুটে এখানেই খায়। পেট ভরছে না, আরও চাই। কেশিয়াড়িতে আবাস যোজনায় একটা পঞ্চায়েতে সাড়ে চার শ জনের নাম পাল্টে দেওয়া হয়েছে।

    দিল্লি থেকে যে আবাস যোজনার নাম পাঠানো হয়েছে সে নাম পাল্টে অন্যজনের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। গরিব আদিবাসী মানুষেরা বঞ্চিত হচ্ছে। যত রকম দুর্নীতি হচ্ছে। সেটা আগে বন্ধ হওয়া দরকার। সেইজন্য আমরাও কেন্দ্রে গিয়ে বলব আগে হিসাব নিন, তারপর টাকা দিন। কারণ গরিব মানুষেরা পাচ্ছে না, অথচ কেন্দ্র থেকে আসছে হাজার হাজার কোটি টাকা এখানে। এছাড়াও গতকাল পুরুলিয়াতে দুর্নীতি ইস্যুতে অনেক আধিকারিকদের কে ধমকানি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন যে দুর্নীতির কথা আমরা দেখছি আমরা বলছি। ভয়ে সাধারণ মানুষ ওদের কাছে বলছে না। কেস দেবে, পুলিশ দিয়ে পেটাবে, গুন্ডা দিয়ে ধমকাবে। আমাদের কাছে সেটা বলে।

    Job Card এর টাকা গরিব মানুষেরা পাচ্ছে না এরই বঞ্চনার বিরুদ্ধে ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    Raja Narendralal Khan Mahila Collegeএ শুরু হল এন এস এস-এর সাতদিনের রাষ্ট্রীয় একতা শিবির।

    মুখ্যমন্ত্রী সেটা মেনে নিয়েছেন। এদিকে বলছেন কোনো দুর্নীতি নেই। অফিসার থেকে নেতা নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন।মাইকে বলে সেটা লাভ নেই। উনি সমাধান করুন। উনি সমাধান করুন। ওনাকে লোক দায়িত্ব দিয়েছে।উনি মুখ্যমন্ত্রী।উনি জানার পরেও ব্যবস্থা নিচ্ছেন না মানে তার পার্টির লোকেরা ওর সঙ্গে যুক্ত আছে।এ ছাড়াও আজ খড়গপুরে প্রাতঃভ্রমণ ও চা চক্রে যোগ দিয়ে রাজ্যের একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments