More
    Homeঅনান্যGrahak Seba Kendra ব্যাংক একাউন্টে কয়েক কোটি টাকা, থানার দ্বারস্থ যুবক।

    Grahak Seba Kendra ব্যাংক একাউন্টে কয়েক কোটি টাকা, থানার দ্বারস্থ যুবক।

    Today Kolkata:- ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে একাউন্টে টাকা দেখে চক্ষু চড়কগাছ। দেখা যাচ্ছে কয়েক কোটি টাকা একাউন্টে রয়েছে। ঘটনায় আতঙ্কিত যুবক থানার দ্বারস্থ। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার হাবড়া থানার বাউগাছি নাংলা পাড়া এলাকায়। স্থানীয় যুবক সুদীপ্ত হাজরা দিনমজুরের কাজ করে কোন রকম সংসার চলে। স্থানীয় এক গ্রাহক সেবা কেন্দ্রে (Grahak Seba Kendra) অ্যাকাউন্ট রয়েছে তার সেই অ্যাকাউন্ট এই কয়েক কোটি টাকা ঢুকে গিয়েছে এরপর থেকে ঘুম উড়ে গেছে সুদীপ্ত হাজরার। তড়িঘড়ি তিনি হাবরা থানা দ্বারস্থ হয়েছেন। কোথা থেকে এত গুলি টাকা দিনমজুরের একাউন্টে ঢুকলো তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে প্রশাসনের আধিকারিকরা যদিও ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বর্তমানে ব্লক করা হয়েছে। সুদীপ্ত হাজরা দীর্ঘদিন মহারাষ্ট্রের কর্মরত ছিলেন।

    মা মারা যাওয়ার পর গ্রামে ফিরে আসেন কোনরকম দিনমজুরি করে সংসার চলছে এর মধ্যেই ব্যাংক একাউন্টে এতগুলো টাকা ঢুকে গিয়েছে ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সুদীপ্ত। তবে প্রশাসনের কাছে দ্বারস্থ সুদীপ্ত জানান আমারে টাকা চাইনা আমার নিজের ব্যাংকের একাউন্টে দ্রুত সচল করে দিন আমার জিয়া পয়সা ছিল সেগুলো যাতে আমি তুলতে পারি। তবে এতগুলো টাকা কোথা থেকে এলো তা নিয়ে তদন্ত করছে হাবরা থানার পুলিশ।

    Grahak Seba Kendra ব্যাংক একাউন্টে কয়েক কোটি টাকা, থানার দ্বারস্থ যুবক।

    MORE NEWS – IPL আই ই পি এলে চলছে রমরমিয়ে জুয়া, গুপ্ত ভাবে চলছে বেটিং।

    মালদাঃ- আই পি এলে (IPL) চলছে রমরমিয়ে জুয়া, সন্ধেয় টিতে আইপিএল শুরু হতে দেখা যাছে গুপ্ত ভাবে চলছে বেটিং।এমনি আই পি এলে জুয়ার বেটিং চক্রে ধরা পরলো মালদহে হবিবপুর পুলিশের হাতে। ক্যামেরার সামনে আসতে না চাইলেও বেটিং এর কথা প্রকাশ করেছে তার কাছাকাছি এলাকায় দেখা গিয়েছে কোথাও কোথাও যেন গুপ্ত সভা বসেছে! একটু খেয়াল করলে বোঝা যায়, সে সব আসলে জুয়ার চক্র। আইপিএল (IPL) নিয়ে জুয়ার আসর বসেছে।গ্রাম, থেকে শহর অনেক , ক্লাবে আইপিএল নিয়ে উত্তেজনা রয়েছে।খেলার পেছনে জুয়া, বেটিং চলছে। নাম প্রকাশ করতে, CONTINUE READING

    Municipality Election পুরো নির্বাচনে ব্যাপক সাফল্যের পর সেই প্রতিশ্রুতি পালন করলো তৃণমূল।

    Chandannagar Police হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে দুস্ত ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রিতে কোচিং।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments