More
    Homeঅনান্যRajarhat Raigachi রাজারহাট রাইগাছিতে পারিবারিক অশান্তি।

    Rajarhat Raigachi রাজারহাট রাইগাছিতে পারিবারিক অশান্তি।

    Today Kolkata:- রাজারহাট রাইগাছি (Rajarhat Raigachi) এলাকায় পারিবারিক অশান্তির কারণে আট মাসের কন্যা সন্তানকে শিশুর মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ফেলে দেয়ার অভিযোগ শিশুর কাকিমার বিরুদ্ধে। গতকাল রাতের বেলা পারিবারিক বিভাগ নিয়ে অশান্তি চলছিল, সেই সময় ন মাস বয়স শিশু নুরজাহান খাতুন কে তার মায়ের কোল থেকে কেরে নিয়ে ফেলে দেয়। শিশুটির কাকিমা ইয়াসমিন বেগম এর পরেই শিশুটিকে রিক জওয়ানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর এই শিশুটির মৃত্যু হয়, সকালবেলা এরপরে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে আজ সকালে যায় পুলিশের হাত থেকেই অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে মারধর করার অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে।

    Rajarhat Raigachi রাজারহাট রাইগাছিতে পারিবারিক অশান্তি।

    Khardah Thana রেললাইনের রেলগেট বিকল, বিক্ষোভ চালকদের, ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশবাহিনী।

    Jathiya Thana কল্যাণী ব্যারাকপুর রাস্তার পাশে বোমা বিস্ফোরণ ঘটনাস্থলে জেঠিয়া থানার পুলিশ।

    MORE NEWS – মহা সাড়ম্বরের সহিত পালন হলো উত্তর কৃষ্ণপল্লী এলাকার।

    প্রতি বছরের ন্যায় এবছরও লোকনাথ বাবার তিরোধান দিবস (Locknath Baba Tirodhan Dibas) মহা সাড়ম্বরের সহিত পালন হলো উত্তর কৃষ্ণপল্লী এলাকার একটি ক্লাবে। ওই এলাকার যুবকবৃন্দ নামে একটি ক্লাব কর্তৃপক্ষ মূর্তি তুলে লোকনাথ বাবার তিরোধান দিবস পালন করেন। শুক্রবার দুপুরে ওই এলাকার পুজো মণ্ডপে ধুমধাম করে পূজিত হন বাবা লোকনাথ। রাতে সংশ্লিষ্ট ক্লাবের পক্ষ থেকে নরনারায়ন সেবার আয়োজন করা হয়েছে। এবারে ওই ক্লাবের লোকনাথ বাবার পূজার ২৫ তম বর্ষপূর্তি । কয়েক হাজার মানুষ এদিন রাতে পুজোর ভোগ সংগ্রহ করবেন বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। পাশাপাশি ঝলঝলিয়া লোকনাথ নাট্য সংস্থা উদ্যেগে মালদা শহরের ঝলঝলিয়া, CONTINUE READING

    MORE NEWS – পুকুরিয়া থানার পরিচালনায় ৩ দিবসীয় ফুটবল খেলার আয়োজন করা হয়।

    মালদা জেলা পুলিশের উদ্যোগে ও পুকুরিয়া থানার (Pukuriya Thana) পরিচালনায় ৩ দিবসীয় ফুটবল খেলার আয়োজন করা হয়। পুকুরিয়া হাই স্কুল ময়দানে পুকুরিয়া থানার অন্তর্গত আটটি অঞ্চলের ফুটবলের দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আজ কোয়াটার ফাইনাল আগামীকাল সেমিফাইনাল এবং রবিবার দিন এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আজ পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী সম্প্রীতি ফুটবল খেলার সূচনা করেন। সেখানে উপস্থিত ছিলেন পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী এবং পুকুরিয়া থানার সমস্ত পুলিশ অফিসাররা, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments