More
    Homeঅনান্যপ্লাস্টিক বর্জন সচেতনতায় আবারো রাস্তায় পৌর চেয়ারম্যান উত্তম কুন্ডু।

    প্লাস্টিক বর্জন সচেতনতায় আবারো রাস্তায় পৌর চেয়ারম্যান উত্তম কুন্ডু।

    Today Kolkata:- প্লাস্টিক বর্জন সচেতনতায় আবারো রাস্তায় পৌর চেয়ারম্যান উত্তম কুন্ডু। হুগলীর তারকেশ্বর পৌরসভার সাহাপুর এলাকায় প্লাস্টিক বর্জন সচেতনতায় শুক্রবার আবারো পথে নামলেন তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুন্ডু, তিনি এলাকার ও অন্যান্য পৌর কাউন্সিলর দের সাথে নিয়ে এলাকার দোকানদারের করজোড়ে আবেদন করলেন অবিলম্বে নিম্নমানের পলিথিন ব্যাগ যেন না ব্যবহার করে। একই সাথে তিনি জানান আগামী দিনে তারকেশ্বর কে গ্রীন সিটি এবং ক্লিন সিটি করার লক্ষ্যে হাজারের উপর গাছ তারকেশ্বর পৌরসভার বিভিন্ন এলাকায় তিনি বসাতে চলেছেন বলে জানান।

    প্লাস্টিক বর্জন সচেতনতায় আবারো রাস্তায় পৌর চেয়ারম্যান উত্তম কুন্ডু।

    Kharhgram তেজাপারা এবং হাজরাবাড়ী গ্রামের বাসিন্দারা রেশন সামগ্রী বণ্টনের অনিয়মের অভিযোগ।

    Municipality election ভাটপাড়া পুরসভা,পানহাটি পুরসভা, দমদম পুরসভার ১ টি করে ওয়ার্ডে আগামী ২৬ জুন পূনর্নিবাচন।

    Narsary prakolpo নার্সারি প্রকল্পে বড় সরো সাফল্য পেলো হিলি ব্লকের জামাল পুর গ্রাম পঞ্চায়েত।

    MORE NEWS – স্বাধীনতার পরে ভারতবর্ষের প্রথম পূর্ব ভারতের কোন আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পদে বসতে চলেছে।

    স্বাধীনতার পরে ভারতবর্ষের প্রথম পূর্ব ভারতের কোন আদিবাসী মহিলা রাষ্ট্রপতি (President) পদে বসতে চলেছে। ঝাড়খণ্ডের সেই প্রাক্তন মন্ত্রী দ্রৌপদী মুর্মু প্রস্তাবক রয়েছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। শুক্রবার মালদায় এসে এমনটাই জানিয়েছেন বিজেপি সংসদ তথা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার সকালে শতাব্দি এক্সপ্রেস ট্রেনে করে মালদায় আসেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দিলীপ ঘোষ । মালদা টাউন স্টেশনে বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে উত্তরীয় পড়ে সংবর্ধনা জানান দলের জেলা নেতৃত্ব। এরপরে সরাসরি গৌড় ভবনে চলে যান বিজেপি সাংসদ। মালদায় দীলিপবাবু একটি কর্মী বৈঠক করার কথা রয়েছে। CONTINUE READING

    MORE NEWS – নতুন রূপে রথ যাত্রার প্রস্তুতি শুরু হয়েছে জলপাইগুড়ি গৌড়ীয় মঠে।

    করোনার কারণে দীর্ঘ দুই বছর রথযাত্রা বন্ধ ছিল। এবার নতুন করে নতুন রূপে রথ যাত্রার প্রস্তুতি শুরু হয়েছে জলপাইগুড়ি গৌড়ীয় মঠে (Jalpaiguri Gour Math)। আগামী পয়লা জুলাই রয়েছে রথযাত্রা। জলপাইগুড়ি গৌড়ীয় মঠের দায়িত্বে থাকা অনন্তরাম দাস বলেন, এবার রথযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে । গত দু’বছর করোনার কারণে রথযাত্রা অনুষ্ঠিত হয়নি। তাই ফের একবার রথ যাত্রার প্রস্তুতি শুরু হয়েছে এবার। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments