More
    Homeখবরভারতের একতা ও অখন্ডতা কে বিপদের মুখে ঠেলে দেওয়া ষড়যন্ত্র কারী শক্তি...

    ভারতের একতা ও অখন্ডতা কে বিপদের মুখে ঠেলে দেওয়া ষড়যন্ত্র কারী শক্তি বিরুদ্ধে শনিবার ভারত বন্ধ।

    মালদাঃ- ভারতের একতা ও অখন্ডতা কে বিপদের মুখে ঠেলে দেওয়া ষড়যন্ত্র কারী শক্তি বিরুদ্ধে শনিবার ভারত বন্ধের ডাক দিয়েছে বহুজন মুক্তি মোর্চার, রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা সহ ভারত মুক্তি মোর্চা তরফে বনধ প্রভাব পড়ল মালদা জেলাতেও ।সেই পরিপ্রেক্ষিতে এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় পাশাপাশি মালদা জেলার হবিবপুর থানার আইহো এলাকায় মালদা নালাগোলা রাজ্য সাড়ক সকাল থেকে অবরোধ করে বিক্ষোভ দেখায় বহুজন মুক্তি মোর্চা ও বহু জন ক্লান্তি মোর্চা সদস্যরা। তাদের দাবি ভারতের একতা ও অখন্ডতা কে বিপদের মুখে ঠেলে দেওয়া ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আজ এই ভারত বনধ ডাক দেওয়া হয়। এদিন সকাল থেকে (BMP) পার্টির তরফে রাজ্যের বিভিন্ন জায়গায় সাথে মালদা জেলা হবিবপুর থানার আইহো এলাকায় মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে হাতে প্ল্যাকার্ড ব্যানার তীর-ধনুক, হাসুয়া নিয়ে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন অবরোধকারীরা। যার জেরে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন যানবাহনে।অবোধকারী তরফে জানা গিয়েছে প্রায় তিনটা পর্যন্ত চলবে এই বন্ধ।ঘটনা স্থলে বিশাল পুলিশ বাহিনী দেখা গিয়েছে।

    ভারতের একতা ও অখন্ডতা কে বিপদের মুখে ঠেলে দেওয়া ষড়যন্ত্র কারী শক্তি বিরুদ্ধে শনিবার ভারত বন্ধ।

    Digital Media Association সাংবাদিক নিগ্রহ ঘটনার উত্তরবঙ্গের পুলিশের আইজি’কে প্রতিবাদ পত্র।

    Napur Sharma নূপুর শর্মার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কাশিনগর বাজারে ধিক্কার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

    জাতীয় দ্রব্য শুকিয়ে অচৈতন্য অবস্থায় ঘর থেকে চুরি করে চম্পট দিল একদল দুষ্কৃতী।

    প্লাস্টিক বর্জন সচেতনতায় আবারো রাস্তায় পৌর চেয়ারম্যান উত্তম কুন্ডু।

    MORE NEWS – ঝাড়গ্রামে মাদক বিরোধী সচেতনতা পদযাত্রা। 

    শুক্রবার ঝাড়্গ্রাম (Jhargram) জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং আবগারি দফতরের উদ্যোগে ঝাড়গ্রাম শহরে মাদক বিরোধী সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়। ওই পদযাত্রায় সামিল হয়েছিলেন ঝাড়গ্রামের জেলাশাসক সুনিল আগরওয়াল, ঝাড়গ্রাম মহকুমার মহকুমা শাসক বাবুলাল মাহাতো, আবগারি দপ্তরের আধিকারিক ,ঝাড়গ্রাম পৌরসভার বিভিন্ন আধিকারিক ও কাউন্সিলর গণ এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা। ওই পদযাত্রায় সামিল হয়েছিলেন কলেজ পড়ুয়ারা। ঝাড়গ্রাম শহরের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়। সেই সঙ্গে সুদৃশ্য ট্যাবলো ঝাড়গ্রাম শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মাদক সেবনের বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্য প্রচার করে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments