More
    Homeঅনান্যদক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম ও বিজ্ঞান সংস্কৃতি সংস্থা, চাকদহ পৌরসভার সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি।

    দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম ও বিজ্ঞান সংস্কৃতি সংস্থা, চাকদহ পৌরসভার সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি।

    Today Kolkata:- দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম ও বিজ্ঞান সংস্কৃতি সংস্থা, চাকদহ পৌরসভার সহযোগিতায় 13 নম্বর ওয়ার্ড খাল সংস্কার করার পর আজ বৃক্ষরোপণ করা হলো ১৫০ বৃক্ষরোপণ করা হলো উকিন্দর খালের পাশ দিয়ে। এই কাজে সহযোগিতা করেছেন চাকদা ও পৌর পিতা অমলেন্দু দাস উপ পৌর পিতা পিন্টু নাগ মহাশয় উপস্থিত থেকে। এবং বৃক্ষরোপণ করেন। এই গাছ লাগানোর ফলে চাষিরা বিশ্রাম নিতে পারবে গাছের ছায়ায় ও খালের পাড় ভাঙ্গন থেকে বাজবে এবং পরিবেশ ঠিক থাকবে। উপস্থিত ছিলেন চাকদাহ পৌর প্রধান অমলেন্দু দাস এবং পৌরপ্রধান পিন্টু নাগ, চাকদাহ মৎস্যজীবী ফোরাম বিজ্ঞান মঞ্চ প্রেসিডেন্ট বিবর্তন ভট্টাচার্য্য ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও চাষী ও এলাকাবাসী।

    দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম ও বিজ্ঞান সংস্কৃতি সংস্থা, চাকদহ পৌরসভার সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি।

    MORE NEWS – প্রয়াত নাট্যকার সুনীল চক্রবর্তীর নাটক “টাকার রং কালো” চিত্রায়িত করেছেন পরিচালক কল্যাণ সরকার।

    বিলাস ফাউন্ডেশন প্রোডাকশন নিবেদিত ও মেসার্স প্রশান্ত সাহানা প্রযোজিত প্রয়াত নাট্যকার সুনীল চক্রবর্তীর নাটক টাকার রং কালো চিত্রায়িত করেছেন পরিচালক কল্যাণ সরকার। ছবির প্রিমিয়ার হলো কলকাতার নজরুল তীর্থ প্রেক্ষাগৃহে। ছবির মূল শিল্পী তালিকায় আছেন বিশ্বজিৎ চক্রবর্তী,তনিমা সেন, কাঞ্চন মল্লিক, দেবাশীষ গাঙ্গুলী, লাভলি মৈত্র, রাত্রি ঘটক ও অমিতাভ ভট্টাচার্য। এক অসাধু ধনী ব্যবসায়ীর টাকার প্রতি নাড়ির টান এবং সঞ্চিত কালো টাকা চুরি যাওয়ায় যে সব আলোড়ন ঘটল, সেই সব মুহূর্তই হাস্যরসের মোড়কে পরিচালক তুলে ধরেছেন এই ছবিতে। CONTINUE READING

    MORE NEWS – ভারতের একতা ও অখন্ডতা কে বিপদের মুখে ঠেলে দেওয়া ষড়যন্ত্র কারী শক্তি বিরুদ্ধে শনিবার ভারত বন্ধ।

    ভারতের একতা ও অখন্ডতা কে বিপদের মুখে ঠেলে দেওয়া ষড়যন্ত্র কারী শক্তি বিরুদ্ধে শনিবার ভারত বন্ধের ডাক দিয়েছে বহুজন মুক্তি মোর্চার, রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা সহ ভারত মুক্তি মোর্চা তরফে বনধ প্রভাব পড়ল মালদা জেলাতেও ।সেই পরিপ্রেক্ষিতে এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় পাশাপাশি মালদা জেলার হবিবপুর থানার আইহো এলাকায় মালদা নালাগোলা রাজ্য সাড়ক সকাল থেকে অবরোধ করে বিক্ষোভ দেখায় বহুজন মুক্তি মোর্চা ও বহু জন ক্লান্তি মোর্চা সদস্যরা। তাদের দাবি ভারতের একতা ও অখন্ডতা কে বিপদের মুখে ঠেলে দেওয়া ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আজ এই ভারত বনধ ডাক দেওয়া হয়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments