More
    Homeঅনান্যBangladesh Dhaka আষাঢ়ের তৃতীয় দিন দিনভর বৃষ্টি দেখল ঢাকাবাসী।

    Bangladesh Dhaka আষাঢ়ের তৃতীয় দিন দিনভর বৃষ্টি দেখল ঢাকাবাসী।

    Today Kolkata:- আষাঢ়ের তৃতীয় দিন দিনভর বৃষ্টি দেখল ঢাকাবাসী (Bangladesh Dhaka)। শুক্রবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত হালকা, মাঝারি ও ভারি বৃষ্টি হয়েছে ঢাকাসহ বিভিন্ন এলাকায়। সাধারণত কর্মদিবসগুলোতে যানজটের কবলে পড়লেও ছুটির দিনে বৃষ্টির কারণে ‘জলজটে’ পড়তে হয়েছে ঢাবাবাসীকে। আকাশ মেঘে আচ্ছন্ন থাকায় শুক্রবার দুপুরে ও বিকেলেও ঢাকাবাসীকে রাতের স্বাদ নিতে হয়েছে। এ সময় সব গাড়িকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। শুক্রবার বিকাল ৪টার পর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টি হয়েছে। এ সময় সড়কগুলোয় জল জমে যায়। মুষলধারার বৃষ্টির জল জলজটের সৃষ্টি করে। কোনো কোনো সড়কে হাটু সমান জলও জমে থাকতে দেখা যায়।

    ঢাকার অভিজাত গুলশান, বনানী, বারিধারা, কুড়িল এলাকার অনেক সড়কেও জলজটের সৃষ্টি হয়। তবে ঢাকার দুই সিটির সম্প্রসারিত এলাকাগুলোয় জলজটের মাত্রা বেশি ছিল। বিশেষ করে দক্ষিণখান, উত্তরখান, তুরাগ, ডেমরা এলাকার বিভিন্ন সড়কে জল জমে থাকতে দেখা যায়। এসব এলাকার সড়কের কোথাও কোথাও হাটু সমান জলও জমে থাকতে দেখা গেছে।
    শুক্রবার বিকেল ৪টায় জলজটের কারণে মালিবাগ, রামপুরা, বাড্ডা, নতুন বাজার সড়কে যানজটের সৃষ্টি হয়। ওই সময় এ সড়কে যারা চলাচল করেছেন, তাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে।

    Bangladesh Dhaka আষাঢ়ের তৃতীয় দিন দিনভর বৃষ্টি দেখল ঢাকাবাসী।

    বছরের প্রথম দিকে পঞ্চায়েত ভোট ভোট হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

    Kurmali Language কুড়মালি ভাষার পঠন-পাঠনের আবেদন জানিয়ে অধ্যক্ষ কে চিঠি দিল কুড়মি সমাজ।

    ভারতীয় জনতা পার্টির হাওড়া গ্রামীণ জেলার, জেলা সদর দুষ্কৃতী তাণ্ডবে ভস্মিভূত।

    MORE NEWS – সম্প্রীতি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার বিকেলে মালদা ডিএসএ ময়দানে।

    সম্প্রীতি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার বিকেলে মালদা ডিএসএ ময়দানে। মালদা জেলা পুলিশের পক্ষ থেকে জনসংযোগ কর্মসূচি উপলক্ষে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিটি থানায়। মালদা জেলার ১৫টি থানায় অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। ফাইনালে অংশগ্রহণ করে গাজোল থানা ও ইংরেজবাজার থানা। এদিনের এই ফাইনাল খেলা প্রতিযোগিতার উদ্বোধন করেন নর্থ বেঙ্গল আইজি ডি পি সিং। এছাড়াও উপস্থিত ছিলেন, মালদা রেঞ্জের ডিআইজি অলোক রাজোরিয়া, মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, জেলাশাসক নিতীন সিংঘানিয়া। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments