More
    HomeখবরBBC Department বিবিসি’র দফতরে আয়কর বিভাগের ‘সমীক্ষা’! মোদী সরকারকে নিশানা মমতার।

    BBC Department বিবিসি’র দফতরে আয়কর বিভাগের ‘সমীক্ষা’! মোদী সরকারকে নিশানা মমতার।

    Today Kolkata:- BBC Department ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)-এর দফতরে আয়কর বিভাগের ‘সমীক্ষা’ নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে (Narendra Modi Government) নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার রাজ্য বিধানসভায় অর্থমন্ত্রীর বাজেট পেশের পরে মমতা তাঁর বক্তৃতায় অভিযোগ করেন, মোদীর বিরুদ্ধে সত্য প্রকাশের ‘অপরাধে’ কেন্দ্রের নিশানায় এসেছে বিবিসি।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিয়ে তথ্যচিত্র তৈরি করা বিবিসির দিল্লি এবং মুম্বইয়ের দফতরে আয়কর বিভাগের ‘সমীক্ষা’ নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘বিবিসি সত্যি এবং আপডেট তথ্য দেয়। বিবিসির বিরুদ্ধে এমন কেন করা হল?’’ এর পর তিনি বলেন, ‘‘বিবিসি এই সরকারের (কেন্দ্র) বিরুদ্ধে কিছু দেখিয়েছে। তাই তাদের বিরুদ্ধে প্রতিহিংসাবশত এমন কাজ করা হয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক। সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে। যা ইচ্ছে তাই করা হচ্ছে।’’

    অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chondrima Bhattacharjya) বাজেট বক্তৃতা শেষ হওয়ার পরে বুধবার রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) অনুমতি নিয়ে বক্তৃতা করেন মুখ্যমন্ত্রী। সে সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে দল বেঁধে বিজেপি বিধায়কেরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। এর পর মুখ্যমন্ত্রী তাঁর বক্তৃতায় চন্দ্রিমার বাজেটের প্রশংসা করে বলেন, ‘‘নতুন কোনও কর না চাপিয়ে গরিব মানুষের বাজেট হয়েছে।’’

    BBC Department বিবিসি’র দফতরে আয়কর বিভাগের ‘সমীক্ষা’! মোদী সরকারকে নিশানা মমতার।

    West Bengal Budget 2023 চলতি অর্থবর্ষের রাজ্য বাজেটে বাংলার মানুষের হাতে এল কী কী?

    যুবনেতা কুন্তলকে দল থেকে বহিষ্কার করতে চেয়ে তৃণমূল নেতৃত্বকে চিঠি যুব সভানেত্রী সায়নীর?

    Sasthya sathi Card গো-মাতাকে আলিঙ্গনের সময়ে যদি গুঁতিয়ে দেয়! আশঙ্কা প্রকাশ করে মমতার উক্তি “স্বাস্থ্যসাথী আছে তো !”

    MORE NEWS – নড়বড়ে কোষাগার থেকে কেন্দ্রীয় সরকারের স্থির করা বিধি – চ্যালেঞ্জের মুখে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের রাজ্য বাজেট।

    বছর লোকসভা নির্বাচন , সর্বোপরি পঞ্চায়েত ভোট শিয়রে। এটা যদি রাজনীতির দিক হয়, অর্থনীতির দিক থেকে আছে নড়বড়ে ভাঁড়ার নিয়ে সামাজিক কল্যাণ প্রকল্প চালিয়ে যাওয়া, আবার ঋণের বোঝা সামলানো ইত্যাদি।  আজ , বুধবার ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ করতে চলেছে রাজ্য সরকার। পর্যবেক্ষকদের বক্তব্য, অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharjya) সামনে এটা চ্যালেঞ্জ নিশ্চয়ই। তার থেকে বড় কথা, এই বাজেট তৃণমূল সরকারের (Trinamool Congress) পরীক্ষা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments